চেক রিপাবলিকে টর্নেডোর তাণ্ডবে নিহত ৩

চেক রিপাবলিকের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে টর্নেডোর তাণ্ডবে অন্তত তিনজন নিহত ও ৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2021, 08:24 AM
Updated : 25 June 2021, 08:24 AM

বৃহস্পতিবারের এ ঝড়ে দক্ষিণাঞ্চলীয় বার্কলেভ এবং হডোনিন জেলার অসংখ্য বাড়ির ছাদ উড়ে গেছে।

তীব্র বাতাসের ঝাপটা অনেক গাছ উপড়ে ফেলেছে এবং একাধিক গাড়িও উল্টে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা প্রত্যক্ষদর্শীদের ভিডিওগুলোতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মতো দেখাচ্ছে।

"যেন জীবন্ত নরক," ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এমনটাই বলেছেন সাউথ মোরাভিয়ার আঞ্চলিক গভর্নর ইয়ান গ্রলিচ।

দেশের বিভিন্ন এলাকা থেকে চেক রিপাবলিকের দক্ষিণ-পূর্বাঞ্চলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পার্শ্ববর্তী অস্ট্রিয়া এবং স্লোভাকিয়াও সাহায্যকারী দল পাঠিয়েছে।

সাউথ মোরাভিয়ার উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মিকায়েলা বোথোভা চেক টিভিকে জানান, টর্নেডোর পর বিভিন্ন গ্রাম থেকে ৬৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের ১০ জনের অবস্থা গুরুতর।

গুরুতর আহতদের মধ্যে পরে তিনজনের মৃত্যু হয়।

উদ্ধার তৎপরতা অব্যাহত আছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।

টর্নেডোতে হ্রাস্কি গ্রামের অর্ধেকই মাটির সঙ্গে মিশে গেছে বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন গ্রামটির ডেপুটি মেয়র মারেক বাবিজ।

টর্নেডো এবং শিলাবৃষ্টিতে সীমান্তবর্তী হডোনিনের স্থানীয় চিড়িয়াখানাটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভয়াবহ এ দুর্যোগ কয়েক লাখ মানুষকে বিদ্যুৎহীন অবস্থায় ফেলেছে।

দুর্যোগ কবলিত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে টুইটারে জানিয়েছেন চেক স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ান হামাচেক।