জাতিসংঘে সন্ত্রাসী তৎপরতার পাল্টাপাল্টি নথি দিল ভারত-পাকিস্তান

বিতর্কিত কাশ্মীর অঞ্চলে পাকিস্তান থেকে জঙ্গিদের হামলা প্রচেষ্টার অভিযোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে ভারত নথি পেশ করার পর পাকিস্তানও তাদের দেশে সন্ত্রাস উস্কে দেওয়ার অভিযোগ করে ভারতের বিরুদ্ধে নথি পেশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে।

>>রয়টার্স
Published : 25 Nov 2020, 02:45 PM
Updated : 25 Nov 2020, 02:45 PM

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ভারতের দু’বছরের সদস্যপদের মেয়াদ শুরুর আগেই সেখানে দুই দেশ অপকর্মের পাল্টাপাল্টি এই নথি পেশ করল।

জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনীর খান অভিযোগ করে বলেছেন, ভারত সন্ত্রাসে মদদ দিয়ে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা লঙ্ঘন করছে।

তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বৈরিতা এবং সন্ত্রাসের বিষয়টি বিবেচনায় নিয়ে এইসব অবৈধ এবং আগ্রাসী কর্মকাণ্ড থামানোর ব্যবস্থা নেওয়ার জন্য গুতেরেস এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে পাকিস্তান।

তবে জাতিসংঘে ভারতীয় মিশনের মুখপাত্র এইসব অভিযোগ অস্বীকার করে একে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান যতই চেচাচিল্লা করুক, তারাই যে সন্ত্রাসের উৎসভূমি এই বাস্তবতাকে তারা বদলে দিতে পারবে না।