স্যোশাল মিডিয়ার বিরুদ্ধে নির্বাহী আদেশ সই করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্যোশাল মিডিয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে নির্বাহী আদেশ সই করতে চলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 05:01 PM
Updated : 28 May 2020, 05:01 PM

টুইটার ট্রাম্পের দুটি পোস্টে ‘ফ্যাক্ট-চেক’ লেবেল লাগানোর পর এবার তিনি স্যোশাল মিডিয়ার ওপর খড়গহস্ত হচ্ছেন।

ট্রাম্প প্রশাসন খসড়া এ নির্বাহী আদেশ তৈরি করছে। বৃহস্পতিবারই এতে সই করার কথা রয়েছে ট্রাম্পের।

বড় ধরনের স্যোশাল মিডিয়া প্লাটফর্মগুলোর ক্ষমতা কমানোই এর উদ্দেশ্য। তবে আদেশে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

ট্রাম্পের টুইট বিভ্রান্তিকর দাবি করে টুইটার মঙ্গলবার প্রথম ‘ফ্যাক্ট-চেক’ করার ওই পদক্ষেপ নেওয়ার পর থেকেই রেগে আছেন মার্কিন প্রেসিডেন্ট।

‘টুইটার পুরোপুরি বাক স্বাধীনতার কণ্ঠরোধ করছে’ বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সেইসঙ্গে স্যোশাল মিডিয়া প্লাটফর্মগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

বুধবারের ওই হুমকির পরই এখন নির্বাহী আদেশ সইয়ের পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প।রক্ষণশীল কথাবার্তা সেন্সর করার জন্য ট্রাম্প বরাবরই স্যোশাল মিডিয়া সাইটগুলোর বিরুদ্ধে অভিযোগ করে আসছেন।

টুইটার ও অন্যান্য স্যোশাল মিডিয়ার বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতারও অভিযোগ করেছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট তার ৮ কোটিরও বেশি অনুসারীর কাছে টুইট করে স্যোশাল মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, এ সাইটগুলো এবছর নির্বাচনের আগে তাদের সেন্সরের ক্ষমতা ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে।

তিনি লেখেন “এরকম চলতে থাকলে আমাদের আর কোনো স্বাধীনতা থাকবে না। আমি আর কখনও এটা ঘটতে দেব না।”