রাজনীতিবিদের সংবাদ সম্মেলনে উটপাখির উঁকিঝুঁকির ভিডিও ভাইরাল

সংবাদ সম্মেলন চলাকালে স্পেনের একজন রাজনীতিবিদের কাঁধের ওপর দিয়ে উঁকিঝুঁকি দেওয়া এক কৌতুহলী উটপাখির ভিডিও ভাইরাল হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 10:27 AM
Updated : 26 May 2020, 10:27 AM

ওই সংবাদ সম্মেলনে উত্তর স্পেনের ক্যান্টাব্রিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রেসিডেন্ট মিগেল আঙখেল রিভিলা কাবারসিনো ন্যাচারাল পার্ক চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে সেটি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিচ্ছিলেন বলে জানিয়েছে ডেইলি মেইল।

রিভিলা চিড়িয়াখানা খুলে দেওয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার পেছনে হাজির হয় উটপাখিটি, কিন্তু তিনি পাখিটিকে দেখতে পাননি এবং একটানা কথা বলে যেতে থাকেন।

রিভিলার একটানা কথা বলে যেতে থাকা ও পেছনে থাকা উটপাখিটির বিভিন্ন ভঙ্গির একটি ভিডিও ইন্টারনেটে ছড়ালে তা হাসির খোরাক হয়।

৭৭ বছর বয়সী রিভিলা গুরুত্ব দিয়ে নিজের বক্তব্য তুলে ধরার সময় পেছন থেকে পাখিটি সামনে থাকা লোকজনের দিকে কিছুক্ষণ কৌতুহলভরে একদৃষ্টে তাকিয়ে থাকে, কিন্তু পেছনে থাকা পাখিটিকে খেয়াল করেননি এ রাজনীতিবিদ।

ইন্টারনেটে আপলোড হওয়ার পর থেকে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে। অনেকেই ভিডিওটি দেখে আমোদিত হয়েছেন।  

পরে ঘটনাটি নিয়ে রিভিলাও মজা করেছেন। কাল্পনিক কার্টুন চরিত্র হোমার সিম্পসনের কাঁধের পেছনে একটি উটপাখি দাঁড়িয়ে আছে, এমন একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, “সিম্পসন আগেই এটির পূর্বাভাস দিয়ে রেখেছে।”

নতুন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর সম্প্রতি স্পেন ধাপে ধাপে লকডাউন শিথিল করা শুরু করেছে।