জাপানে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন

জাপানে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন হাগিবিস। এর প্রভাবে দেশটিতে ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2019, 04:59 PM
Updated : 11 Oct 2019, 04:59 PM

জাপানের আবহাওয়া দপ্তর জানায়, ১৮০ কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া। এই টাইফুনের কারণে বন্যা এবং ভূমিধসও হতে পারে।

শনিবার জাপানের সবচেয়ে জনবহুল দ্বীপ হোনশু এ টাইফুনের কবলে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক দোকানপাট, কল কারখানা এবং ট্রেন চলাচলও। জাপানে শনিবার অনুষ্ঠেয় রাগবি বিশ্বকাপ এবং ফর্মুলা ওয়ান রেসও এ ঝড়ের কারণে ব্যাহত হচ্ছে।

যে সব জায়গা টাইফুনের কবলে পড়ার ঝুঁকি আছে সেসব এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

১৯৫৮ সালের কানোগাওয়া টাইফুনের পর জাপানে হাগিবিসই সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কানোগাওয়া টাইফুনে জাপানে বারোশ’রও বেশি মানুষ নিহত হয়েছিল।