জার্মানিকে ঘৃণাজনিত অপরাধ রুখে দাঁড়াতে হবে: মের্কেল

জার্মানিকে ঘৃণাজনিত অপরাধের (হেইট ক্রাইম) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তা রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

>>রয়টার্স
Published : 10 Oct 2019, 03:39 PM
Updated : 10 Oct 2019, 04:18 PM

ইহুদিদের উপাসনালয় সিনাগগের সামনে  গুলিবর্ষণে দুইজন নিহতের ঘটনার পরদিন বৃহস্পতিবার মের্কেল একথা বললেন।

বুধবার হ্যাল শহরে ওই হামলায় হামলাকারী সিনাগগের ভেতরে ঢুকতে না পারলেও ভবনের কাছেই দাঁড়িয়ে থাকা দুইজনকে গুলি করে।

ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র দিন ‘ইয়ম কিপুর’ পালনের সময়ই এ হামলা হয়।

চ্যান্সেলর মের্কেল নূরেমবার্গে ট্রেড ইউনিয়ন কংগ্রেসে এক ভাষণে এ হামলার নিন্দা জানিয়ে বলেন, “জার্মানির লাখো মানুষের মত আমিও হ্যাল শহরে গতকালের এমন অপরাধ কান্ডে মর্মাহত হয়েছি দুঃখ পেয়েছি।

“আমরা সবাই জানি যে, আমরা সিনাগগের মানুষদের ওপর হামলা কেবল এড়াতে পেরেছি মাত্র। আরো অনেক মানুষ এর শিকার হতে পারত।”

দেশের প্রতিটি সিনাগগ, প্রতিটি ইহুদি সম্প্রদায় এবং প্রতিটি ইহুদি প্রাণ সুরক্ষিত রাখতে পারাটা আনন্দের বলে বর্ণনা করে মের্কেল বলেন, “এর মানে...রাষ্ট্রের প্রতিনিধিদেরকে সব পন্থাই কাজে লাগিয়ে ঘৃণাজনিত অপরাধ, সহিংসতা এবং মানুষের প্রতি মানুষের বিদ্বেষ রুখে দাঁড়াতে হবে।”