চিদম্বরমের ঠিকানা এখন তিহাড় জেল

ভারতে আইএনএক্স মিডিয়া মামলায় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির সিবিআই আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2019, 01:49 PM
Updated : 5 Sept 2019, 01:49 PM

বৃহস্পতিবার রায় ঘোষণার পরই দিল্লির তিহাড় জেলে নেওয়া হয়েছে তাকে। আদালতের নির্দেশে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ জেলেই থাকতে হবে চিদম্বরমকে।

২১ অগাস্ট রাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে এ পর্যন্ত সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) হেফাজতে ছিলেন চিদম্বরম। তিহার জেলে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি সেলে রাখা হবে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ ছিল  বৃহস্পতিবার পর্যন্ত । এ সময়ের মধ্যে অন্তর্বর্তী জামিনের জন্য নিম্ন আদালতে আর্জি না জানাতে চিদম্বরমের আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়। এদিন সকালেই সুপ্রিম কোর্ট ইডি-র মামলায় তার ওপর থেকে  রক্ষাকবচ তুলে নেয়।

এর কিছুক্ষণের মধ্যেই শুনানি হয় বিশেষ আদালতে। তখনই বিশেষ বিচারপতি অজয় কুমার কুহর জানিয়ে দেন তিহাড় জেলেই থাকতে হবে পি চিদম্বরমকে।