আগাম নির্বাচনের দ্বারপ্রান্তে স্পেন

স্পেন সরকার পার্লামেন্টে বাজেট পাস করাতে ব্যর্থ হওয়ায় আগাম সাধারণ নির্বাচন দেওয়ার পট প্রস্তুত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2019, 05:24 PM
Updated : 13 Feb 2019, 05:24 PM

স্বায়ত্ত্বসাশিত অঞ্চল কাতালুনিয়ার আত্ম-নিয়ন্ত্রণের অধিকার নিয়ে সরকার আলোচনায় অস্বীকৃতি জানানোর পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আনা বিল প্রত্যাখান করেছে কাতালান বিচ্ছিন্নতাবাদীরা।

বিবিসি জানায়, ৩৫০ আসনের স্প্যানিশ পার্লামেন্টে সরকারের বাজেট বিল প্রত্যাখ্যান করে ১৯১ সদস্য। বিপক্ষে ভোট দেয় পিপলস পার্টি (পিপি), সিটিজেনস পার্টি এবং কাতালান বিচ্ছিন্নতাবাদীরা।

এ ব্যর্থতার পর এখন সরকার আগাম নির্বাচন ডাকবে বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। জুন থেকে দেশটির ক্ষমতায় আছেন সানচেজ। শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকের পর তিনি ভোটের তারিখ ঘোষণা করবেন বলে জানানো হয়েছে খবরে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভোটের তারিখ হতে পারে খুব সম্ভবত ১৪ কিংবা ২৮ এপ্রিল।