রাশিয়ায় ‘যুক্তরাষ্ট্রের গুপ্তচর’ গ্রেপ্তার

মস্কোয় গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় এফএসবি নিরাপত্তা সংস্থা।

>>দ্যনিউ ইয়র্ক টাইমস
Published : 31 Dec 2018, 01:20 PM
Updated : 31 Dec 2018, 04:31 PM

পল উইল্যান নামের ওই মার্কিনি গত ‍শুক্রবার (২৮ ডিসেম্বর) গোয়েন্দাগিরি করার সময় ধরা পড়েন। সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি এবং কেজিবি। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

রাশিয়ার তাস বার্তা সংস্থা বলেছে, দোষী সাব্যস্ত হলে তার ১০ থেকে ২০ বছরের জেল হতে পারে।

মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাস এ খবরের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ইউক্রেইন সংকট, সিরিয়া যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি স্নায়ুযুদ্ধযগের পর তলানিতে এসে ঠেকার এ সময়েই মস্কোয় মার্কিন চর গ্রেপ্তারের এ ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সঙ্গে রাশিয়ার সম্পর্কে এবছরজুড়েই চলেছে গুপ্তরচরবৃত্তি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ।

এ মাসের শুরুর দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে আটক রুশ নারী ও অস্ত্রঅধিকার কর্মী মারিয়া বুতিনা ষড়যন্ত্রে জড়িত থাকার দোষ স্বীকার করেছেন। বুতিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ, তিনি রাশিয়ার সরকারি গোয়েন্দা। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

ওদিকে, এবছর মার্চে যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টা নিয়ে রাশিয়ার সঙ্গে ব্রিটিশ সরকার ও অন্যান্য পশ্চিমা মিত্রদেশগুলোর পাল্টাপাল্টি ১শ’রও বেশি কূটনীতিক বহিস্কারের ঘটনা ঘটেছে। স্ক্রিপালকে সোভিয়েত আমলের নোভিচক নার্ভ এজেন্ট দিয়ে রাশিয়া হত্যা করতে চেয়েছিল বলে অভিযোগ করে যুক্তরাজ্য।

কিন্তু রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে এবং ডজনখানেক পশ্চিমা কূটনীতিককে বহিস্কার করে।