প্রায় হারিকেনের শক্তি নিয়ে পর্তুগালে আঘাত হানলো লেসলি

ঘূর্ণিঝড়ের শক্তি ধরে এমন একটি ঝড় পর্তুগালের হাজার হাজার গাছ উপড়ে ১৫ হাজারেরও বেশি বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 07:01 AM
Updated : 14 Oct 2018, 07:01 AM

আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্ট হারিকেন লেসলির অংশ এ ঝড়টি শনিবার দেশটির মধ্য ও উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় তাণ্ডব চালায় বলে জানিয়েছে বিবিসি।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাইরে ঘোরাফেরা না করতে স্থানীয়দের সতর্ক করেছেন কর্মকর্তারা। বেশ কিছু সংখ্যক ফ্লাইটও বাতিল হয়েছে।

আটলান্টিকের কোনো ঘূর্ণিঝড়ের আইবেরিয়ান উপদ্বীপ পর্যন্ত পৌঁছানো বেশ বিরল একটি ঘটনা হলেও লেসলি ১৮৪২ সালের পর পর্তুগালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছিল।

লেসলি আঘাত হানার আগে পর্তুগালের বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান লুইস বেলো কস্তা উপকূলীয় এলাকাগুলোতে আকস্মিক বন্যা হতে পারে বলেও সতর্ক করেছিলেন। কিন্তু স্থলে আঘাত হানার আগেই হারিকেন লেসলি দুর্বল হয়ে একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়।

তারপরও ঝড়টি ঘণ্টায় ১৭৬ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে পর্তুগালের মূল ভূখণ্ডে আঘাত হানে। দেশটিতে আঘাত হানা অন্যতম শক্তিশালী এ ঝড়টি এখন স্পেনের পথে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।