রেকর্ড নিম্ন শরণার্থী নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

শরণার্থী প্রকল্পে আগামী বছর ৩০ হাজারের বেশি শরণার্থী না নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। শরণার্থীর এ সংখ্যা প্রায় রেকর্ড নিম্ন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 03:10 PM
Updated : 18 Sept 2018, 03:10 PM

সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ ঘোষণা দেয় বলে জানিয়েছে বিবিসি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শরণার্থী প্রকল্পে ‘নতুন এই সর্বোচ্চ সীমা’ ঘোষণা করেন।

১৯৮০ সালে শরণার্থী প্রকল্পর যাত্রা শুরু পর এ নিয়ে দ্বিতীয়বার এত কম শরণার্থী নেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর ২০০২ সালে ২৭ হাজার ১৩১ জন শরণার্থী গ্রহণ করেছিল দেশটি।

এবছর অর্থাৎ, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ৪৫ হাজার এবং  এর আগের বছর ৫০ হাজার শরণার্থী গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির ক্রমাগত শরণার্থীর সংখ্যা হ্রাস করা নিয়ে সম্ভাব্য সমালোচনা সামাল দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও একথাও বলেছেন যে, দেশে ইতোমধ্যেই অবস্থান করা ৮ লাখ আশ্রয়প্রার্থীর আবেদনসহ ২০১৯ সালের জন্য দুই লাখ ৮০ হাজারের বেশি আশ্রয়ের আবেদনও বিবেচনাধীনে রাখা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসীর সংখ্যা কমানোর ঘোষণা দেন।

যার অংশ হিসেবে অবৈধ ‍অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক ধরপাকড় চলছে। অবৈধ অভিবাসী বিশেষ করে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ব্যক্তিদের আটক করে বিচারের আওতায় এনে তাদের বিতাড়িত করা হচ্ছে।

এর মধ্যেই বৈধভাবে অভিবাসনের অনুমতি দেওয়ার সংখ্যা কমিয়ে ‍আনায় দেশটিতে অভিবাসন প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে পড়েছে।