লিবিয়ায় কন্টেইনারে ৮ শরণার্থীর মৃতদেহ, জীবিত উদ্ধার ৯০

লরি কন্টেইনারের ভেতর লুকিয়ে লিবিয়া হয়ে ইউরোপ প্রবেশের চেষ্টার সময় শিশুসহ আট শরণার্থীর মৃত্যু হয়েছে।

>>রয়টার্স
Published : 16 July 2018, 02:07 PM
Updated : 16 July 2018, 02:31 PM

লিবিয়ার পশ্চিম উপকূলের জুওয়ারা শহরে কাছে পরিত্যক্ত ওই লরি কন্টেইনার থেকে মুহূর্ষ অবস্থায় আরও প্রায় ৯০ শরণার্থীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুওয়ারা শহরের নিরাপত্তা পরিচালকের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, লরি কন্টেইনার থেকে উদ্ধার শরণার্থীরা সাব-সাহারান আফ্রিকা ও আরব দেশগুলো ছাড়াও এশিয়ার দুই দেশ পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক।

“দীর্ঘ সময় ধরে এত মানুষ বদ্ধ ওই কন্টেইনারে থাকার কারণে অক্সিজেনের অভাবে তাদের শ্বাসকষ্ট শুরু হয়।

“নিহতদের মধ্যে ছয়টি শিশু, একজন নারী এবং একজন তরুণ রয়েছে।”

কন্টেইনারের ভেতর কয়েকটি জেরিক্যান ভর্তি পেট্রোলও ছিল। 

মাংস বা মাছ পরিবহনের জন্য তৈরি কন্টেইনারটি আসলে একটি রেফ্রিজারেটর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কন্টেইনারে পেট্রোলভর্তি অন্তত নয়টি জেরিক্যান এবং অনেকগুলো লাইফ-জ্যাকেট দেখতে পাওয়া যায়।

গত কয়েক দিনে লিবিয়ায় দিনেরবেলা তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে।

মানবপাচারকারীরা শরণার্থীদের ইউরোপে পাঠাতে প্রথমে এইসব লরি কন্টেইনারে করে তাদের লিবিয়ার পশ্চিম উপকূলবর্তী শহর জুওয়ারায় জড় করে। তারপর সেখান থেকে নৌকায় করে বিপদসংকুল ভূমধ্যসাগরে পাঠিয়ে দেয়।

লিবিয়ার বিশৃঙ্খল রাজনৈতিক অবস্থার সুযোগ নিয়ে মানবপাচারকারীরা গত প্রায় চার বছর ধরে এ কাজ করছে। লিবিয়া উপকূল থেকে শরণার্থী বোঝাই নৌকা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি উপকূলে পৌঁছে যায়।