অবশেষে আয় বাড়লো আইবিএম-এর

শেষ ২৩টি প্রান্তিকের মধ্যে প্রথমবারের মতো আয় বৃদ্ধির দেখা পেল কম্পিউটার নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান আইবিএম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 09:51 AM
Updated : 19 Jan 2018, 09:51 AM

সর্বশেষ প্রান্তিকে এক সময় কম্পিউটার বাজারে আধিপত্য বজায় রাখা প্রতিষ্ঠানটি বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়েছে। টমসন রয়টার্সের হিসাবে ২০১৮ সালে কর আর সুদ পরিশোধের আগে আইবিএম-এর প্রতি শেয়ারে অন্তত ১৩.৮০ ডলার লাভ হবে বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু চলতি বছর উচ্চ হারের করের কারণে এর লাভ কমে যেতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। ২০১৮ সালে করের হার ১৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইবিএম, যা ২০১৭ সালে ছিল ১২ শতাংশ।

প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা জেমস কাভানাফ বলেন, আইবিএম ২০১৮ সালে ‘উচ্চ মাত্রার বিনিয়োগ’ অব্যাহত রাখবে।

সর্বশেষ চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে, যা ২০১২ সালের প্রথম প্রান্তিকের পর প্রথম কোনো বছরের নির্দিষ্ট প্রান্তিকে আগের বছরের একই প্রান্তিকের চেয়ে বেশি। সর্বশেষ প্রান্তিকে আইবিএম-এর ক্লাউড ব্যবসায়ের আয় বেড়েছে ৩০ শতাংশ। মোট আয় ৩.৬ শতাংশ বেড়ে ২২৫৪ কোটি ডলার হয়েছে, বিশ্লেষকদের গড় প্রত্যাশা ছিল ২২০৬ কোটি ডলার।

আইবিএম প্রধান নির্বাহী জিনি রমেটি’র কৌশল প্রতিষ্ঠানটির আয় কমতে থাকার গতি ধীর করতে সহায়তা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।