শ্রীলঙ্কায় বৌদ্ধ-মুসলিম সংঘর্ষে আহত ৪

শ্রীলঙ্কায় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে ‘সাম্প্রদায়িক’ সংঘর্ষের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ।

>>রয়টার্স
Published : 18 Nov 2017, 12:35 PM
Updated : 18 Nov 2017, 12:35 PM

পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবারের ওই সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

এ বছরের শুরুর দিকে চরমপন্থি বৌদ্ধরা দেশটির সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে জোর করে লোকজনকে ধর্মান্তরিত করার অভিযোগ করলে ‘সাম্প্রদায়িক’ উত্তেজনার সূচনা হয়।

শ্রীলঙ্কায় আশ্রয় নেওয়া মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের দেশ থেকে বের করে দেওয়ার দাবিতেও  বৌদ্ধরা বিক্ষোভ করেছে। 

এর মধ্যেই শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা খবর ও গুজব ছড়িয়ে পড়ার জেরে দক্ষিণের উপকূলবর্তী শহর জিনথোটায় সংঘর্ষ শুরু হয় বলে জানায় পুলিশ। 

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা রয়টার্সকে বলেন, “উভয় ধর্মের চরমপন্থি ছোট দুইটি দল সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

আটকদের মধ্যে একজন নারী।

ওই নারীই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‍‘মুসলিমরা একটি বৌদ্ধ মঠে হামলার প্রস্তুতি নিচ্ছে’ বলে গুজব ছড়ান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ভুয়া খবর ও গুজব ছড়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছি বলেও জানান গুনাসেকারা।

শ্রীলঙ্কার দুই কোটি ১০ লাখ মানুষের মধ্যে প্রায় ৭০ শতাংশ বৌদ্ধ। মুসলিমরা মোট জনসংখ্যার মাত্র ৯ শতাংশ।

এর আগে ২০১৪ সালে বৌদ্ধ চরমপন্থি একটি দলের হামলায় তিন মুসলিম ব্যক্তি নিহত হয়।