যুক্তরাজ্যে আকাশে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষ

যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে মধ্য আকাশে একটি উড়োজাহাজ ও একটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2017, 03:10 PM
Updated : 17 Nov 2017, 07:59 PM

স্থানীয় সময় শুক্রবার বেলা ১২টা ০৬টা মিনিটে বাকিংহামশায়ারের এলসবুরির কাছে ওই দুর্ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক ওয়াডেসডন ম্যানোরে রথসচাইল্ড ব্যাংকিং পরিবারের সাবেক বাড়ি থেকে মাইলখানেক দূরে জঙ্গলের মধ্যে উড়োজাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দ্য সান জানায়, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ছোট আকারের ওই উড়োজাহাজ ও হেলিকপ্টারে দুজন করে ছিলেন।

যুক্তরাজ্যের এয়ার এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি) জানায়, উভয় আকাশযানই হাই উইকম্বের কাছের একটি এয়ারফিল্ড থেকে আকাশে উড়েছিল।

কর্মী সংকটের কারণে ওই এয়ারফিল্ডের এয়ার কন্ট্রোল সে সময় সাময়িকভাবে বন্ধ ছিল বলে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়।

এতে বলা হয়, স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনতে পান এবং গাছের উপর ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।

দুর্ঘটনার খবর শুনে এলসবুরি, হ্যাডেনহাম, অক্সফোর্ডশায়ার ও বার্কশায়ার থেকে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।