নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ১০ নং ডাউনিং স্ট্রিটে দেওয়া প্রথম ভাষণে ট্রাস দেশকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Published : 06 Sep 2022, 11:45 PM
জ্বালানি সংকট দিন দিন তীব্র হচ্ছে, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিও নজিরবিহীন। চোখ রাঙাচ্ছে মন্দা। দেশের সংকটময় এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া লিজ ট্রাস বিশ্বাস করেন, তার দেশ একজোট হয়ে এই ঝড় থেকে বের হয়ে আসতে পারবে।
সোমবার কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ট্রাস। যিনি আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার ১০ নং ডাউনিং স্ট্রিটে দেওয়া প্রথম ভাষণে ট্রাস দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘আমাদের দেশ ওইসব মানুষেরাই গড়েছেন যারা নিজেদের কাজ করেন।”
‘‘আমি নিশ্চিত, একসঙ্গে কাজ করে আমরা এ ঝড় থেকে বেরিয়ে আসতে পারব, আমরা আমাদের অর্থনীতি পুনঃনির্মাণ করতে পারব এবং আধুনিক দক্ষ ব্রিটেন হয়ে উঠতে পারব। আমি জানি আমরা পারব।”
বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে তার জন্য ট্রাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করেছেন। এ সংকট মোকাবেলা করতে নিজে সক্রিয়ভাবে কাজ করার পরিকল্পনা করেছেন বলে জানান তিনি।
বিবিসি জানায়, প্রধানমন্ত্রী হিসেবে ট্রাস অগ্রাধিকার ভিত্তিতে তিনটি কাজ করবেন বলে জানিয়েছেন। সেগুলো হলো: অর্থনৈতিক প্রবৃদ্ধি ফেরানো, জ্বালানি সংকট মোকাবেলা এবং স্বাস্থ্যসেবা খাতের উন্নতি।
টোরি নেতৃত্ব পাওয়ার প্রতিযোগিতার সময়ও তিনি বারবার কর কর্তন ও সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জনে ‘বলিষ্ঠ পরিকল্পনা’ করেছেন বলে জানিয়েছেন। যদিও তিনি ঠিক কী পরিকল্পনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এদিনও বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, যুক্তরাজ্যে কর্মসংস্থান, নির্মাণ এবং অগ্রগতির জন্য তিনি তার সংস্কার অভিযানে নামবেন। তার সরকার যুক্তরাজ্যকে এমন দেশে পরিণত করবে যেখানে ‘উচ্চ বেতনে চাকরি, নিরাপদ সড়ক এবং প্রত্যেকে নিজেদের যোগ্যতা অনুযায়ী সব জায়গায় প্রাপ্য সুযোগ পাবেন।
‘‘এটি বাস্তবায়নে আমি আজ এবং প্রতিটি দিন কাজ করে যাব,” বলেন ট্রাস।
ভাষণে নিজের পূর্বসুরিও প্রশংসা করে তিনি বলেন, ‘‘বরিস জনসন ব্রেক্সিট সম্পন্ন করেছেন। তিনি কোভিড-১৯ টিকার ব্যবস্থা করেছেন এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ইতিহাস তাকে একজন অত্যন্ত ফলপ্রসূ প্রধানমন্ত্রী হিসেবে মনে রাখবে।”
স্বাস্থ্যসেবা খাত নিয়ে তিনি বলেন, জনগণ যেন প্রয়োজন অনুযায়ী চিকিৎসক দেখাতে পারেন এবং এনএইচএস এর সেবা পান তা তিনি নিশ্চিত করবেন। “আমরা আমাদের স্বাস্থ্যসেবা খাতকে আরও মজবুত করব,” বলেন ট্রাস।
দেশের এই গুরুতর সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন।
ছবি: রয়টার্স