কেয়ার্নস শহরের ডাবলট্রি বাই হিলটন হোটেলের ছাদে আঘাত হেনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, এতে সেখানে আগুন ধরে যায়।
Published : 12 Aug 2024, 02:33 PM
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের পর্যটন শহর কেয়ার্নসের এক হোটেলের ছাদে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।
সোমবার এ ঘটনার পর হোটেলটি থেকে কয়েকশ অতিথিকে সরিয়ে নেওয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিবিসি জানায়, রাত প্রায় ১টা ৫০ মিনিটের দিকে ডাবলট্রি বাই হিলটন হোটেলের ছাদে আঘাত হেনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, এতে সেখানে আগুন ধরে যায়। হেলিকপ্টারের ঘূর্ণায়মান পাখা দু’টি খুলে পড়ে যায়, যার একটি হোটেলের সুইমিং পুলে গিয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটির একমাত্র আরোহী ছিলেন এর পাইলট, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুই ইঞ্জিনের হেলিকপ্টারটি হোটেলের ছাদে আঘাত হানার পর রাত প্রায় ২টার দিকে জরুরি বিভাগে খবর দেওয়া হয়।
কী পরিস্থিতিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে পুলিশ ও কুইন্সল্যান্ডর বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনার পর অশীতিপর এক পুরুষ ও সত্তরোর্ধ এক নারীকে হাসপাতালে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটিকে ‘অননুমোদিত ফ্লাইটের’ জন্য হ্যাঙ্গার থেকে নিয়ে যাওয়া হয়েছিল; কিন্তু তারা আর বিস্তারিত কিছু জানায়নি।
রয়টার্স জানিয়েছে, পাইলটের পরিচয় শনাক্ত হয়নি।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, কেয়ার্নস শহরটি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে যাওয়ার অন্যতম প্রবেশপথ।