ভারতের প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফরের ছবি, ভিডিও নিয়ে ‘অপমানকর’ মন্তব্য করায় মালদ্বীপ তিন উপমন্ত্রীকে বরখাস্ত করে।
Published : 07 Jan 2024, 11:16 PM
ভারত ও সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় ‘অপমানজনক’ মন্তব্য করায় মালদ্বীপ তিন উপমন্ত্রীকে বরখাস্ত করেছে।
স্যোশাল মিডিয়া প্লাটফর্ম এক্স- এ তাদের মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছিল। অনেক ভারতীয় মালদ্বীপে নিজেদের অবকাশ যাপনের পরিকল্পনা বাতিল করে।
মালদ্বীপ সরকার এক বিবৃতিতে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেশী দেশ ভারতকে ‘অপমান’ করে দেওয়া কিছু পোস্টের বিষয়ে ভারত সরকারের অবস্থান সম্পর্কে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রণালয় আজ এক বিবৃতি দিয়েছে।
“সরকারি পদে থেকে যারা এ ধরনের পোস্ট দিয়েছেন, এখন তাদের বরখাস্ত করা হয়েছে”, বলা হয় বিবৃতিতে। এই তিন মন্ত্রী হলেন মরিয়াম শিউনা, মালশা শরিফ ও আবদুল্লাহ মাহজোম মাজিদ।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ছোট্ট ইউনিয়ন টেরিটোরি লাক্ষাদ্বীপ সফর করার পর সেই সফরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে ডুবসাঁতার দিতে দেখা যাওয়ার ভিডিও ভাইরাল হয়। স্থানীয়ভাবে লাক্ষাদ্বীপে পর্যটন উৎসাহিত করতে মোদী সেখানে ভ্রমণ করেছিলেন।
মালদ্বীপের তিন উপমন্ত্রী ও কয়েকজন নেতা ওই ছবি, ভিডিও নিয়ে মোদীর বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। মোদীকে ‘জোকার’, ‘সন্ত্রাসী’ এবং ‘‘ইসরায়েলের হাতের পুতুলও’ আখ্যা দেন তারা।
কেউ কেউ মোদীর লাক্ষাদ্বীপ সফরকে গোটা বিশ্বে জনপ্রিয় পর্যটনস্থল মালদ্বীপ থেকে পর্যটক ভাগিয়ে নেওয়ার অপচেষ্টা হিসাবেও দেখেছেন।
মোদীকে নিয়ে যেসব মন্তব্য করা হয়েছে তাতে মালদ্বীপে ভারতীয় হাই কমিশন প্রবল উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিষয়টি সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
আগামী ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর চীন সফরের কথা রয়েছে। তার আগে দিয়ে এমন ঘটনা ঘটল।
মুইজ্জু গতবছর মালদ্বীপে ‘ভারত প্রথম’ নীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছেন। মালদ্বীপে প্রভাব বিস্তার করা নিয়ে চীন এবং ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে।