চীনের বিমানবাহিনীর বিরুদ্ধে জাপানের সরাসরি আকাশসীমা লঙ্ঘনের এমন অভিযোগ এটিই প্রথম।
Published : 27 Aug 2024, 05:58 PM
চীনের একটি গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমান আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে জাপান।
চীনের বিমানবাহিনীর বিরুদ্ধে জাপানের সরাসরি আকাশসীমা লঙ্ঘনের এমন অভিযোগ এটিই প্রথম।
জাপানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের প্রকাশিত একটি ম্যাপে দেখা গেছে, চীনা নজরদারি বিমান ওয়াই-৯ সোমবার প্রায় দুই মিনিটের জন্য দানজো দ্বীপপুঞ্জের আকাশসীমা লঙ্ঘন করেছে।
জাপান সঙ্গে সঙ্গেই এর জবাবে নিজেদের বিমান প্রতিরক্ষা বাহিনীর জঙ্গিবিমান পাঠায়।
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি চীনের আকাশসীমার এই লঙ্ঘনকে ‘কোনওভাবেই মেনে নেওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন এবং এর প্রতিবাদে টোকিওতে চীনা দূতাবাসের এক কর্মকর্তাকে তলব করেছেন।
অঞ্চলটিতে উত্তেজনা চলার সময়ে এমন ঘটনা ঘটল। অঞ্চলটিতে চীন যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর পাশাপাশি জাপানের বিরুদ্ধেও নিজেদের প্রভাব খাটানো নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত।
জাপানের সংবাদ সম্প্রচার মাধ্যম এনএইচকে বলেছে, সোমবার আকাশসীমা লঙ্ঘনের সময় চীনা বিমানকে জাপান কর্তৃপক্ষ নোটিশ এবং সতর্কবার্তা পাঠিয়েছিল। তবে কোনও অস্ত্র তারা ব্যবহার করেনি।
এরপরও আকাশসীমা লঙ্ঘনের ঘটনা উত্তেজনা সৃষ্টি করেছে বলে জানিয়েছে বিবিসি।
জাপানের সরকার বলেছে, তারা চীনের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করেছে এ ঘটনার প্রতিবাদ জানানোর এবং ভবিষ্যতে এমন ঘটতে না দেওয়ার দাবি জানানোর জন্য।
ওদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, তাদের কোনও দেশের আকাশসীমা লঙ্ঘনের কোনও অভিপ্রায় ছিল না। সংশ্লিষ্ট বিভাগ এখনও কী ঘটেছে তা বোঝার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।