পাকিস্তানের রাজধানীতে সোমবার বৈঠক করেছেন ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
Published : 29 Jan 2024, 05:09 PM
ইরান ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি সামরিক উত্তেজনায় আঞ্চলিক অস্থিতিশীলতা ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ার পর নিরাপত্তা সহযোগিতা বাড়াতে রাজি হয়েছে দুই দেশ।
পাকিস্তানের রাজধানীতে সোমবার বৈঠক করেছেন ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তারা একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সম্মান করেন বলে জানিয়েছেন। নিরাপত্তা সহযোগিতা বাড়ানোসহ একে অপরের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টাও বাড়াতে একমত হয়েছেন তারা।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ানকে বলেছেন, প্রতিবেশী দুই দেশ খুব দ্রুতই ভুলবোঝাবুঝি দূর করতে সক্ষম।
পাকিস্তান ও ইরান নিজ নিজ এলাকায় একসঙ্গে সন্ত্রাস মোকাবেলা করা এবং একে অপরের উদ্বেগ দূর করতে সম্মতও হয়েছে বলে জানান জিলানি।
ওদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান বলেছেন, দুই দেশের মধ্যে খুব ভাল বোঝাপড়া আছে এবং ইরান ও পাকিস্তানের মধ্যে কখনো ভূখন্ডগত বিরোধ কিংবা যুদ্ধ হয়নি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শিগগিরই পাকিস্তান সফর করবেন বলেও জানান তিনি।
উভয় দেশের ভূখন্ডে সম্প্রতি সামরিক বাহিনীর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তেজনাপূর্ণ সম্পর্ক মেরামতের চেষ্টা চলার মধ্যে গত ২৭ জানুয়ারিতে পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সারাভান শহরে প্রাণঘাতী আরেক হামলা হয়।
সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিরআব্দুল্লাহিয়ানের পাকিস্তান সফরের আগে দিয়ে সীমান্তে ওই ঘটনা ঘটে। এতে ৯ পাকিস্তানি শ্রমিক নিহত হয়েছিল।