মেক্সিকোয় বসন্তের ছুটি কাটানো বিপজ্জনক: যুক্তরাষ্ট্র

টেক্সাসের জননিরাপত্তা বিভাগ বলেছে, মাদক চক্রের সহিংসতা বাড়ার কারণে মেক্সিকোয় প্রবেশ যে কারও জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 01:49 PM
Updated : 12 March 2023, 01:49 PM

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে মার্কিন নাগরিকদেরকে বসন্তের ছুটি কাটাতে মেক্সিকো ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

বিবিসি জানায়, টেক্সাসের জননিরাপত্তা বিভাগ (ডিপিএস) বলেছে, মাদক চক্রের সহিংসতা বাড়ার কারণে মেক্সিকোয় প্রবেশ যে কারও জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

গত সপ্তাহে মেক্সিকো সীমান্ত পেরোনো চর আমেরিকান অপহৃত হওয়ার পর এই সতর্কবার্তা এল। এই আমেরিকানদের দুইজন খুন হয়েছে আর দুইজন অক্ষত আছে।

মেক্সিকোর বাজারে কাপড় বিক্রি করতে যাওয়া তিন আমেরিকান নারী দু’সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক স্টিভেন ম্যাক্রো বলেন, “মাদক চক্রের সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড মেক্সিকোয় এ মুহূর্তে যে কারও প্রবেশে গুরুতর হুমকি সৃষ্টি করেছে।পরিস্থিতির বিচারে আমরা জনগণকে মেক্সিকো ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।”

গত সপ্তাহে সীমান্ত পেরিয়ে চার মার্কিন নাগরিক মেক্সিকোর মাতামোরোস শহরে গিয়েছিলেন। এরপরই এক মাদকচক্রের হাতে অপহরণের শিকার হন তারা। তাদের মধ্যে ২ জন গুলিতে নিহত হন।

অবশ্য এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিজ দলের বন্দুকধারীদের পুলিশের হাতে তুলেও দিয়েছে মাদক চক্রটি।

মেক্সিকোর কর্তৃপক্ষের ধারণা, মাদক চক্রটি ভুলবশত মার্কিন নাগরিকদেরকে নিজেদের প্রতিদ্বন্দ্বী চক্রের সদস্য মনে করেছিল। তাই তারা পালানোর চেষ্টা করলে তাদেরকে গুলি করা হয়।

ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সম্পর্কে ফাটল ধরার হুমকি সৃষ্টি হয়েছে।