রোববার দিনের শুরুর দিকে বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটে।
Published : 14 Jul 2024, 09:11 PM
গাজা সিটিত ইসরায়েলের হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত ও ৫০ জন আহত হয়েছে। রোববার দিনের শুরুর দিকে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জরুরি ব্যবস্থাপনা ও স্বাস্থ্য কর্মকর্তারা।
শহরের বিভিন্ন এলাকায় ৪টি বাড়িতে অন্তত ৪টি পৃথক ইসরায়েলি বিমান হামলা হয়। স্থানীয় বাসিন্দা ও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবর্ষণ জোরদার করেছে।
শনিবার গাজার একটি নির্ধারিত মানবিক ত্রাণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। কয়েক সপ্তাহের মধ্যে গাজায় এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
ইসরায়েল দাবি করেছে, হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে তিনি নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত জানা যায়নি। হামাস বলেছে, ইসরায়েলের এই দাবি মিথ্যা।