রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকা ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলার কাছে অবস্থিত।
Published : 18 Aug 2024, 10:17 AM
রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে রোববার সকালে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পের পর থেকে বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে।
আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ পরিষেবাগুলো জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার পর হওয়া এ ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৫১ কিলোমিটার গভীরে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার প্রথমে একটি সুনামি সতর্কতা জারি করেছিল, কিন্তু ওই হুমকি পার হয়ে গেছে বলে পরে জানায়। রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানায়, সুনামির কোনো হুমকি তৈরি হয়নি এবং ভূমিকম্পের পর পরাঘাতগুলো ছিল ৩ দশমিক ৯ ও ৫ দশমিক শূন্য মাত্রার।
টেলিগ্রামে এক পোস্টে তারা বলেছে, “অধিকাংশ পরাঘাত অত্যন্ত দুর্বল ছিল।”
রাশিয়ার ভূমিকম্পটি উৎপত্তি স্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে কামচাটকা অঞ্চলের প্রধান শহর পেত্রাপাভলভস্ক-কামচাটস্কিতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর জরুরি বিভাগের কর্মীরা শহরের ভবনগুলো পরীক্ষা করে দেখছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাশিয়ার জিওফিজিক্যাল পরিষেবার কামচাটকা শাখা জানিয়েছে, বেশ কয়েকটি পরাঘাত রেকর্ড করা হলেও সেগুলো তুলনামূলক দুর্বল ছিল।
রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকা ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলার কাছে অবস্থিত। এই উপদ্বীপটিতে ২০টিরও বেশি আগ্নেয়গিরি আছে।