বয়সজনিত সমস্যার কারণে ৯৬ বছর বয়সী আডবাণীকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এইমস) এ ভর্তি করা হয়েছে।
Published : 27 Jun 2024, 01:53 PM
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ ও বর্ষীয়ান নেতা লাল কৃষ্ণ আডবাণীকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বয়সজনিত সমস্যার কারণে ৯৬ বছর বয়সী আডবাণীকে বৃহস্পতিবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এইমস) এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বিজেপি নেতার অবস্থা স্থিতিশীল আছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
২০২৪ সালের শুরুতেই ভারত সরকার তাকে ভারতরত্ন খেতাবে ভূষিত করে। শারীরিকভাবে সুস্থ না থাকায় আডবাণীর বাড়িতে গিয়ে তার হাতে ভারতরত্ন পদক তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
১৯২৭ সালের ৮ নভেম্বর করাচিতে (বর্তমান পাকিস্তান) জন্মগ্রহণ করা আদভানি ১৯৪২ সালে স্বয়ংসেবক হিসেবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে (আরএসএস) যোগ দেন।
৫০ বছরেরও বেশি সময়ের সক্রিয় রাজনৈতিক জীবন আডবাণীর। তিনি ১৯৯৮ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর পর ২০০২ সালে তাকে দেশটির উপপ্রধানমন্ত্রী করা হয়েছিল।
১৯৭০ সালে রাজ্যসভার নির্বাচনে জিতে প্রথমবারের মতো এমপি হন তিনি। তারপর থেকে আডবাণী ৭ বার লোকসভার সাংসদ হন এবং ৪ বার রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।