স্যান্টা অ্যানা বাতাস শক্তিশালী হয়ে উঠতে থাকায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকাসহ লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরের কিছু এলাকাতেও আগুনের গুরুতর হুমকিতে অধিবাসীরা।
Published : 15 Jan 2025, 09:18 PM
শক্তিশালী বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নিনির্বাপণকর্মীদের। তার মধ্যেই আগুন আরও ভয়াবহ হয়ে ওঠার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
স্যান্টা অ্যানা বাতাস ক্রমেই শক্তিশালী ঝড়ো বাতাস হয়ে উঠতে থাকায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরের কয়েকটি স্থানেও আগুনের গুরুতর হুমকির মুখে পড়েছে ৬০ লাখের বেশি মানুষ।
বুধবার পর্যন্ত শক্তিশালী এই বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস আছে। সিএনএন লিখেছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরে আনাহেইম, রিভারসাইড, সান বার্নার্ডিনো এবং অক্সনার্ডসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরও কয়েকটি কাউন্টিতে বুধবার মারাত্মক দাবানলের ঝুঁকিতে রয়েছে এই লাখ লাখ মানুষ।
কয়েকদিন ধরে চলতে থাকা দাবানলে মৃতের সংখ্যা এরই মধ্যে ২৫ জনে দাঁড়িয়েছে। প্যালিসেডসের দাবানলে ৯ জন এবং ইটনে ১৬ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে জাতীয় আবহাওয়া পরিষেবার ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি’ নির্দেশক লাল পতাকা সতর্কবার্তা জারি রয়েছে লস অ্যাঞ্জেলেসের কয়েকটি এলাকা এবং ভেনচুরাতে।
দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া এবং ছাইয়ে ঢাকা এলাকাগুলোর বাসিন্দাদের সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করতে সহায়তা করার জন্য মাস্ক পরার ওপর জোর দিয়েছেন স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা।
শহরের কেন্দ্রস্থলের উত্তর-পশ্চিমের একটি এলাকায় চরম আগুনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন পূর্বভাসদানকারীরা। পার্বত্য কয়েকটি এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৭০ মাইলে পৌঁছে হারিকেনের মতো শক্তি সঞ্চয় করতে পারে।
বাতাসের গতিবেগের এই বৃদ্ধি বাকি চারটি দাবানল আরও বাড়িয়ে তোলার ঝুঁকি রয়েছে। যে দাবানলগুলো কয়েকদিনের আপাত শান্ত অবস্থার মধ্যে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিলেন দমকলকর্মীরা।
বুধবার সকালে বাতাস ধীরগতি থেকে ধীর ধীরে বেড়েছে। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই গতি চরমে পৌঁছানোর পূর্বভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা।
গত সপ্তাহের তুলনায় বাতাস আপাতত দুর্বল হলেও এখনও অনেকটা শক্তিশালী বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা। সেকারণে, লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমের অঞ্চলগুলি বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।
তবে বুধবারের পর বাতাসের গতি আরও কমার আশা আছে। তারপরও কর্মকর্তারা বৃষ্টির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। বৃষ্টি হলে দমকল কর্মীদের আগুন নেভানোর লড়াই অনেকটা সহজ হবে।
লস এঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষকের কার্যালয় কয়েকদিনের দাবানলে ২৫ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন।
বিবিসির তথ্য অনুযায়ী, ইটন ফায়ারেই বেশিরভাগ মানুষ মারা গেছে। এই আগুনের প্রভাবে শহরের উত্তরে ১৪ হাজার একরেরও বেশি পুড়ে গেছে। তবে দমকলকর্মীরা আগুন ৩৫% নিয়ন্ত্রণে এনেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ওদিকে, ইটন ফায়ারে ক্ষতিগ্রস্তদের কয়েকজনকে এখন তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যদিও কর্মকর্তারা বলছেন, আগুনে বিধ্বস্ত প্যালিসেডস এলাকার পুনর্বাসনের জন্য তাদের এখনও নির্দিষ্ট কোনও দিন নির্ধারিত হয়নি।
তাই এখনও হাজার হাজার মানুষ সরিয়ে নেওয়ার কাজ চলমান আছে। কিছু জায়গায় এখনও রাত্রিকালীন কারফিউও জারি আছে।
লস অ্যাঞ্জেলেস বিশ্বের অন্যতম বিলাসবহুল এলাকা। সেখানের বাড়ি গুলোও অনেক বিলাসবহুল এবং ব্যয়বহুল। চোখের পলকেই সব বাড়ি জ্বলে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এই দৃশ্যকে 'অকল্পনীয়' বলে বর্ণনা করেন। তিনি দ্রুত পুনর্গঠন প্রচেষ্টা শুরু করতে তার নির্বাহী ক্ষমতা প্রয়োগের অঙ্গীকার করেছেন।
বিবিসির আবহাওয়া পূর্বাভাসদাতা সারাহ কিথ-লুকাস বলেন, স্যান্টা আনা বাতাসের প্রভাবে এবং খুব কম আর্দ্রতার কারণে বুধবারের সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) স্থানীয় কার্যালয় জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৩টায় ১২ ঘণ্টার জন্য বাতাস আবার তীব্র উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
তবে বৃহস্পতিবারের পর এবং শুক্রবার অবস্থার উন্নতির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিবিসি-র পূর্বাভাসদাতা সারাহ কিথ-লুকাস বলেন, বাতাসের পরিবর্তন সত্ত্বেও আগামী সপ্তাহেও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।
তাই আগামী সপ্তাহের রোববার থেকে স্যান্টা আনার বাতাসের প্রভাবে আবারও দাবানল ব্যপকভাবে ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।