জৈন সম্প্রদায়ের বার্ষিক ‘লাড্ডু মহাউৎসব’ চলাকালে লাড্ডু বিতরণের সময় ঘটনাটি ঘটে। অতিরিক্ত মানুষের ভারে মঞ্চটি ভেঙে পড়ে।
Published : 28 Jan 2025, 01:09 PM
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাগপাত শহরে এক ধর্মীয় অনুষ্ঠানের বাঁশের মঞ্চ ভেঙে পড়ে অন্তত সাতজন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
মঙ্গলবার শহরের বারাউত এলাকার জৈন সম্প্রদায়ের বার্ষিক ‘লাড্ডু মহাউৎসব’ চলাকালে লাড্ডু বিতরণের সময় ঘটনাটি ঘটে। অতিরিক্ত মানুষের ভারে মঞ্চটি ভেঙে পড়ে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
উৎসব উপলক্ষ্যে স্থানীয় আদিনাথ মন্দির প্রাঙ্গণে শত শত মানুষ জড়ো হয়েছিল। সেখানে কাঠ ও বাঁশ দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। এই মঞ্চটি ভেঙে পড়ে নিচে বহু মানুষ চাপা পড়েন। এ দুর্ঘটনার সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনাও ঘটে।
আহতদের মধ্যে অনেকের আঘাত গুরুতর। বিশৃঙ্খলার মধ্যে অনেককেই রক্তাক্ত অবস্থায় দেখা যায়।
বাগপাতের পুলিশ প্রধান অর্পিত বিজয়ভাগারজিয়া এনডিটিভিকে জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স গিয়ে হাজির হয় আর আহতদের হাসপাতালে নিয়ে যায়। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
বাগপাতা জেলা হাকিম অস্মিতা লাল জানান, স্থানীয় জৈন সম্প্রদায় ৩০ বছর ধরে বার্ষিক ‘লাড্ডু মহাউৎসব’ পালন করে আসছে।
মন্দিরের ভক্তদের একজন রাকেশ জৈন জানান, এই উৎসব উপলক্ষ্যে প্রতি বছর এরকম মঞ্চ বানানো হয়। ভেঙে পড়ার সময় মঞ্চটিতে কয়েকশ ভক্ত ছিলেন।