পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি তেলগ্যাস ক্ষেত্রে জঙ্গি হামলায় চার পুলিশসহ ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার প্রদেশটির হাঙ্গু জেলার থাল তেহশিলের একটি বেসরকারি তেলগ্যাস প্রকল্পে হওয়া এ হামলায় নিহত অপর দু’জন বেসামরিক নিরাপত্তা প্রহরী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা ইরফান খান জানান, রকেট চালিত গ্রেনেড (আরপিজি) সজ্জিত প্রায় ৫০ জন জঙ্গি ক্ষেত্রটিতে হামলা চালায়।
হাঙ্গেরির বুদাপেস্টভিত্তিক তেলগ্যাস কোম্পানি এমওএল এর পাকিস্তান শাখা এমওএল পাকিস্তান অয়েল এন্ড গ্যাস কোম্পানি এই প্রকল্পটি পরিচালনা করে।
হামলার পর থেকে কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলার বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স কোম্পানিটিকে ইমেইলে অনুরোধ জানালেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে পাকিস্তান তালেবানসহ বেশ কয়েকটি জঙ্গি উপদল বছরের পর বছর ধরে তৎপরতা চালিয়ে আসছে। বিদ্রোহী এসব গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে প্রায়ই প্রাণঘাতী ও ধ্বংসাত্মক হামলা চালায়।