মার্কিন কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেছেন, টাইটান কখন এর পরিণতির মুখোমুখি হয়েছে তা বলার সময় এখনও হয়নি।
Published : 23 Jun 2023, 03:08 PM
পাঁচ আরোহী নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ডুবোযান টাইটান ‘ভয়ঙ্কর অন্তর্মুখী বিস্ফোরণে’ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বলা হলেও কখন এটি ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, চলতি সপ্তাহে তারা মহাসাগরে যে সোনার বয়া মোতায়েন করেছিল সেগুলো কোনো বিকট বা জোরালো শব্দ শনাক্ত করেনি যা অন্তর্মুখী বিস্ফোরণের ইঙ্গিত দিতে পারতো।
কিন্তু মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে পাওয়া টাইটানের ভগ্নাংশ এবং নিয়ন্ত্রণকারী জাহাজের সঙ্গে টাইটানের শেষ যোগাযোগের সময়টি থেকে এমন ধারণা পাওয়া যাচ্ছে যে, ডুবোযানটি রোববার পানিতে ডুব দিয়ে গন্তব্যের কাছাকাছি যাওয়ার পর ওই বিস্ফোরণটি ঘটেছে।
এখন বের হয়েছে রোববার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও টাইটান যেখানে ডুব দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তার কাছাকাছি পৃথকভাবে ‘অন্তর্মুখী বা বহির্মুখী বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অস্বাভাবিক শব্দ’ শনাক্ত করেছিল।
“নিশ্চিত না হলেও এই তথ্য তাৎক্ষণিকভাবে’ উদ্ধার অভিযানের কমান্ডারদের সঙ্গে শেয়ার করা হয়েছিল বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম তার বিবৃতির কথা জানিয়েছিল।
জার্নাল অনামা মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, শত্রুদের সাবমেরিন শনাক্ত করার জন্য ডিজাইন করা অত্যন্ত গোপনীয় একটি সিস্টেম ওই শব্দটি শনাক্ত করেছিল।
কিন্তু ওই শব্দের উৎস বা কারণ নিশ্চিত না হওয়ায় উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়, জানিয়েছে বিবিসি।
ওই সময় কয়েকটি গবেষণা জাহাজও কিছু শব্দ লক্ষ্য করেছিল, কিন্তু সেগুলো সম্ভবত অন্যান্য জাহাজ থেকে আসছে মনে করে উপেক্ষা করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল জন মাগার বলেছেন, টাইটান কখন এর পরিণতির মুখোমুখি হয়েছে তা বলার সময় এখনও হয়নি।
রোববার কানাডার পূর্ব উপকূলের স্থানীয় সময় সকালে চার পর্যটককে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখাতে টাইটানের পাইলট ডুবোযানটি নিয়ে মহাসাগরে দুই ঘণ্টার অবতরণ ডুব দিয়েছিলেন, কিন্তু প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট পর পানির উপরে থাকা নিয়ন্ত্রক জাহাজের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
টাইটানের ক্যাপসুলে থাকা পাঁচ আরোহীর মধ্যে পাইলট হিসেবে ছিলেন ওশানগেইটের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ (৬১) ।
পর্যটকদের মধ্যে ছিলেন- ব্রিটিশ ধনকুবের, বিমান সংস্থা অ্যাকশন এভিয়েশনের চেয়ারম্যান হামিশ হার্ডিং (৫৮), পাকিস্তানের এংরো করপোরেশনের ভাইস চেয়ারম্যান শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯) এবং ফরাসি পর্যটক পল অঁরি নারজিলে (৭৭) ।
আরও পড়ুন:
টাইটানে ঠিক কী ঘটেছিল, জানা যাবে কীভাবে