ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে সঙ্গে নিয়ে পেনসিলভেইনিয়ার ফিলাডেলফিয়া থেকে প্রচার সমাবেশ শুরু করছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হ্যারিস।
Published : 06 Aug 2024, 07:42 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে বেছে নিয়েছেন।
দোদুল্যমান রাজ্যগুলোয় (ব্যাটলগ্রাউন্ড স্টেটস) সফর শুরুর প্রাক্কালে আনুষ্ঠানিকভাবে ওয়ালজের নাম ঘোষণা করলেন হ্যারিস।
তিনি বলেন, “আমি এটি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, আমি টিম ওয়ালজকে আমার রানিং মেট হওয়ার অনুরোধ জানিয়েছি। একজন গভর্নর, একজন কোচ , একজন শিক্ষক এবং একজন প্রবীণ হিসাবে তিনি চাকরিজীবী পরিবারগুলোর জন্য কাজ করে গেছেন। আমাদের শিবিরে তাকে পেয়ে আমরা সৌভাগ্যবান।”
মঙ্গলবার নিজের মনোনীত ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে সঙ্গে নিয়ে পেনসিলভেইনিয়ার ফিলাডেলফিয়া থেকে প্রচার সমাবেশ শুরু করছেন হ্যারিস। রানিং মেট বেছে নিতে তিনি সম্ভাবনাময় কয়েকজন প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে পরে এই তালিকা সীমিত করে সোমবার দুইজনের নাম রেখেছিলেন।
এর একজন ছিলেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এবং পেনসিলভেইনিয়ার গভর্নর জশ শ্যাপিরো। তার মধ্যে থেকেই টিম ওয়ালজকে বেছে নিলেন হ্যারিস।
রানিংট মেট হওয়ার পর এক্সে ওয়ালজ লিখেছেন, কমলা হ্যারিসের শিবিরে যোগ দিতে পারাটা তার জন্য সম্মানের। কী করা সম্ভব সেই রাজনীতিই হ্যারিস দেখিয়ে দিচ্ছেন উল্লেখ করে ওয়ালজ বলেন, “আমার স্কুলের প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সুতরাং আসুন আমরা এ কাজ সম্পন্ন করি।”
টিম ওয়ালজ হাই স্কুলের শিক্ষক ছিলেন। তাকে রানিং মেট হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত হ্যারিস ব্যাখ্যা করেছেন ইন্সটাগ্রামে এক পোস্টে। ওয়ালজের গুণাবলীর মধ্যে বিশেষত, মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য তার লড়ে যাওয়ার প্রত্যয়ের জন্যই তাকে পছন্দ করার কথা বলেছেন হ্যারিস।
এরপরই তিনি লিখেছেন, মিনেসোটার গভর্নর হিসাবে ওয়ালজের নানা অর্জনের কথা। ওয়ালজ কীভাবে গর্ভপাতের অধিকার রক্ষার চেষ্টা করেছেন এবং রাজ্যজুড়ে পরিবারকে সময় দিতে কিংবা চিকিৎসার জন্য সবেতন ছুটির ব্যবস্থা করেছেন, তা হ্যারিস তুলে ধরেছেন।
তাছাড়া্, ওয়ালেজ যেভাবে তার নিজ পরিবারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকেছেন, মূলত সেটির কারণেই তাকে রানিং মেট করতে হ্যারিস প্রভাবিত হয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার রাত কিংবা মঙ্গলবার সকালের মধ্যেই রানিং মেট হিসাবে কাকে বেছে নেওয়া হয়েছে তা প্রার্থীদেরকে জানিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সোমবার রাতে তিনি কোনও কল করেননি। পরে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টিম ওয়ালজের রানিং মেট হওয়ার খবর জানায়।
হোয়াইট হাউজের লড়াইয়ে এগিয়ে থাকতে দোদুল্যমান রাজ্যগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। মঙ্গলবার থেকে হ্যারিসের পাঁচ দিনের প্রচারাভিযান শুরু হচ্ছে পেনসিলভেইনিয়া থেকে। আগামী ৫ নভেম্বরের নির্বাচনে প্রতিপক্ষ রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার লড়াইয়ে গতিপ্রকৃতি নির্ধারণ করে দেবে এ প্রচারাভিযান।