মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২তম জন্মদিন শনিবার; এ উপলক্ষে অসংখ্য রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2022, 07:32 AM
Updated : 17 Sept 2022, 07:32 AM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদল কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শনিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা মোদীর ৭২তম জন্মদিন; এ উপলক্ষে অসংখ্য রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন, ওই তালিকায় রাহুলও আছেন বলে জানিয়েছে এনডিটিভি।

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা,” টুইটে এমনটাই লিখেছেন রাহুল গান্ধী।

আরেক কংগ্রেস নেতা শশী থারুর প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে তার দীর্ঘজীবন কামনা করেছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইটে মোদীর দীর্ঘজীবন এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।

নেতার জন্মদিন উপলক্ষে বিজেপি দিনব্যাপী বেশ কিছু কর্মসূচিরও আয়োজন করেছে। দলটির সভাপতি জেপি নড্ডা রাজধানী নয়া দিল্লিতে পার্টির সদরদপ্তরে প্রধানমন্ত্রীর জীবন ও নেতৃত্ব নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করবেন।

শুধু দেশের ভেতরেই নয়, বাইরে থেকেও জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন মোদী। 

জন্মদিনের আগের দিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের সাইড লাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জন্মদিন উপলক্ষ্যে মোদীর মঙ্গল কামনা করেন।  

পুতিন বলেন, “রাশিয়ার রীতি অনুযায়ী, আমরা কখনোই আগাম শুভেচ্ছা জানাই না। যে কারণে আমি এখন এটা (শুভেচ্ছা জানাতে) পারছি না। কিন্তু আমি আপনাকে জানাতে চাই, আমরা বিষয়টি জানি এবং আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।”