দূতাবাস চালু করতে সৌদি আরবে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইরান

তেহরানে কূটনৈতিক মিশন পুনরায় চালু নিয়ে আলোচনা করতে শনিবার ইরানে সৌদি আরবের কূটনৈতিক দল পৌঁছানোর পর ইরান এ ঘোষণা দিল।

রয়টার্স
Published : 9 April 2023, 04:28 PM
Updated : 9 April 2023, 04:28 PM

রিয়াদে ইরানের দূতাবাস খোলার প্রস্তুতি নিতে চলতি সপ্তাহে সৌদি আরবে কারিগরি প্রতিনিধিদল পাঠাচ্ছে ইরান।

তেহরানে কূটনৈতিক মিশন পুনরায় চালু নিয়ে আলোচনা করতে শনিবার ইরানে সৌদি আরবের কূটনৈতিক দল পৌঁছানোর পর ইরান এ ঘোষণা দিল।

ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করার দুই দিন পর  এই সৌদি প্রতিনিধিদল ইরান সফরে যায়।  

এবার দূতাবাস খুলতে রিয়াদে যাবেন ইরানি কর্মকর্তারা। রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ বলেছে, “ইরানের কারিগরি প্রতিনিধি দল রিয়াদে তেহরানের দূতাবাস পরিদর্শন করবে এবং সৌদি আরবে ইরানের দূতাবাস আবার চালুর ব্যবস্থা করবে।”

আর সৌদি আরবের প্রতিনিধিদল রোববার সকালেই তেহরানে সৌদি দূতাবাস পরিদর্শন করেছেন বলে জানিয়েছে আইএসএনএ।

চীনের মধ্যস্থতায় গত মাসে মধ্যপ্রাচ্যের এ দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, তাতে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ও অস্থিরতায় জ্বালানি দেওয়া বৈরিতার বছরগুলো পেছনে ফেলে ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যকার কূটনৈতিক মনোমালিন্য নিরসন এবং একে অন্যের ভূখণ্ডে পুনরায় দূতাবাস ‍খুলতে রাজি হয়েছিল।

তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দেশ দুটির শীর্ষ দুই কূটনীতিক চীনে আনুষ্ঠানিক বৈঠক করেন।