বাখমুতে আরও এগিয়েছে ইউক্রেইন বাহিনী

বাখমুতে ইউক্রেইনীয় সেনারা ১৪০০ মিটার অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন এক সামরিক মুখপাত্র।

রয়টার্স
Published : 10 June 2023, 04:41 PM
Updated : 10 June 2023, 04:41 PM

বাখমুত নগরীর লড়াইয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে গত একদিনে নতুন করে আরও অগ্রগতি অর্জন করেছে পাল্টা হামলা শুরু করা ইউক্রেইনীয় বাহিনী।

বাখমুতে ইউক্রেইনীয় সেনারা ১৪০০ মিটার অগ্রসর হয়েছে বলে শনিবার জানিয়েছেন এক সামরিক মুখপাত্র।

বাখমুতের কাছে এ সপ্তাহে ইউক্রেইনীয় বাহিনীর এমন একাধিক অগ্রগতির খবরের মধ্যে এটি সর্বসাম্প্রতিক। রাশিয়া গতমাসেই এ নগরী পূর্ণ দখলে নেওয়ার দাবি করেছিল।

ইউক্রেইনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এই বাখমুত নগরী ঘিরেই সবচেয়ে দীর্ঘ রক্তক্ষয়ী লড়াই হয়েছে।

বাখমুতের কাছে লড়াইয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র শেরহি চেরেভাতি বলেছেন, “আমরা শত্রুদের ওপর হামলার চেষ্টা করছি। পাল্টা হামলা চালাচ্ছি। আমরা সম্মুখসারির অনেক জায়গায় ১৪০০ মিটার পর্যন্ত অগ্রসর হয়েছি।”

টিভিতে এক মন্তব্যে তিনি বলেন, রুশ বাহিনী পাল্টা হামলা চালানোর চেষ্টা করছে। তবে তারা সফল হচ্ছে না। ইউক্রেইনীয় বাহিনীর হামলা রাশিয়ার বহু সেনা হতাহত হচ্ছে।

তবে ইউক্রেইনের এ দাবি কিংবা যুদ্ধক্ষেত্রর পরিস্থিতি নিরপেক্ষসূত্রে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।