রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠী গোমা শহর দখল করে নেওয়া এবং কিনসাসার দিকে অগ্রসর হওয়ার হুমকি দেওয়ার পর কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী একথা বললেন।
Published : 31 Jan 2025, 08:45 PM
রুয়ান্ডা অবৈধভাবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো দখল করে নিচ্ছে এবং শাসনক্ষমতার পরিবর্তন ঘটাতে কারসাজির চেষ্টা করছে। কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী বিবিসি-কে একথা বলেছেন।
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগমেকে কয়েকদশক ধরে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থতা এবং ছাড়ের ফলে এমনটি ঘটেছে বলে অভিযোগ করেন কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী তেরেজ কাইকোয়াম্বা ওয়াগনার।
রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠী কঙ্গোর পূর্বাঞ্চলের গোমা শহর দখল করে নেওয়া এবং রাজধানী কিনসাসার দিকে অগ্রসর হওয়ার হুমকি দেওয়ার পর ওয়াগনার একথা বললেন।
রুয়ান্ডার নেতাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া এবং দেশটিতে বৈদেশিক সাহায্য পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। তাছাড়া, বিশ্বজুড়ে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে রুয়ান্ডার সেনাদের বরখাস্ত করারও আহ্বান জানিয়েছেন ওয়াগনার।
তবে কঙ্গো দখল নিয়ে ওয়াগনারের অভিযোগ অস্বীকার করেছেন রুয়ান্ডা সরকারের মুখপাত্র ইওলান্দ মাকোলো। তিনি বলেন, রুয়ান্ডার সেনারা সংঘাত ওই অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া ঠেকাতে সেখানে মোতায়েন হয়েছে।
বিবিসি’র নিউজডে প্রোগ্রামে মাকোলো বলেন, আমরা যুদ্ধে আগ্রহী নই। আমরা ভূখন্ড দখল করে নিতে কিংবা শাসক্ষমতা পরিবর্তন করতেও আগ্রহী নই।”
১৬ সদস্যের আঞ্চলিক জোট ‘দ্য সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি’ (এসএডিসি) কঙ্গোর পরিস্থিতি নিয়ে শুক্রবার জিম্বাবুয়েতে বিশেষ বৈঠক করছে।
এই জোট প্রাথমিকভাবে দশকের দক্ষিণ আফ্রিকা থেকে কঙ্গোতে এম২৩ এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মোকাবেলা করে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিরক্ষী পাঠিয়েছে। কয়েক দশক ধরে সংঘাতের পর এই শান্তিরক্ষী পাঠায় তারা।
গত সপ্তাহে গোমা আশেপাশে এম২৩ গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে এসএডিসি’র ১৬ সেনা নিহত হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে বাকযুদ্ধে রুয়ান্ডার প্রেসিডেন্ট কাগামে বলেছেন, “এসএডিসি সেনারা শান্তিরক্ষী বাহিনী নয়। কঙ্গোর যুদ্ধ পরিস্থিতিতে তাদের কোনও স্থান নেই।”