কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন দিন ধরে পানি বাড়তে থাকায় হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
Published : 01 Dec 2024, 12:11 PM
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল ও মালয়েশিয়ার উত্তরাঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে শনিবার অন্তত ১২ জনে দাঁড়িয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন দিন ধরে পানি বাড়তে থাকায় হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে বন্যার কারণে প্রায় পাঁচ লাখ ৩৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার চারজনসহ শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা নয়জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ২০০ অস্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছে আর এগুলোতে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
সংখলা প্রদেশের চানা জেলা ৫০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যার শিকার হয়েছে। সামাজিক মাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্যার পানির প্রবাহে ডুবে যাওয়া ঘরবাড়ি থেকে লোকজনকে ট্রাকে তুলে সরিয়ে নেওয়া হচ্ছে।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, ইয়ালা প্রদেশের সাতেং নোক জেলায় ডুবে যাওয়া একটি বাড়ির ছাদ থেকে উদ্ধারকারীরা একটি শিশুকে সরিয়ে নিয়ে আসছেন।
থাইল্যান্ডের প্রতিবেশী মালয়েশিয়ার নয়টি রাজ্যের প্রায় এক লাখ ৩৯ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে তিনজনের মৃত্যু হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ কমান্ড সেন্টার জানিয়েছে।
থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে আরও ভারি বৃষ্টি হতে পারে আর তাতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে হড়কা বান দেখা দিতে পারে।
পূর্ব এশিয়ার ফিলিপিন্সে শুধু নভেম্বর মাসেই ছয়টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, এতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: