২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই মানবিক অঞ্চল প্রতিষ্ঠা করে গাজার ফিলিস্তিনিদেরকে নিরাপত্তার জন্য সেখানে যেতে বলেছিল।
Published : 15 Jan 2025, 10:16 PM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার যে অঞ্চলে নিরাপত্তার জন্য মানুষজনকে যেতে বলেছিল ইসরায়েল, সেই মানবিক অঞ্চলেই (হিউম্যানিটেরিয়ান জোন) গত বছরের মে মাস থেকে ৯৭ বার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই মানবিক অঞ্চল প্রতিষ্ঠা করে গাজার ফিলিস্তিনিদেরকে নিরাপত্তার জন্য সেখানে যাওয়ার নির্দেশ দেয়। পরের বছর ৬ মে তে তারা এই অঞ্চলের আওতা বাড়িয়ে এর মধ্যে অন্তর্ভুক্ত করে খান ইউনিস এবং দেইর আল বালাকে।
এলাকাটি ঘনবসতিপূর্ণ। আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলোর হিসাবমতে, এই মানবিক অঞ্চলে আনুমানিক ১০ লাখের বেশি মানুষের বাস। অনেক মানুষই সেখানে তাঁবুতে বাস করছে এবং প্রয়োজনীয় ত্রাণ ও অবকাঠামোরও অভাব রয়েছে।
বিবিসি ভেরিফাইয়ের দেওয়া হিসাবমতে, অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর ৯৭ বারের হামলায় ৫৫০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন থেকে।
বিবিসি ভেরিফাইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে, তারা গাজার মানবিক অঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
ইসরায়েলের অভিযোগ, হামাস বেসামরিক নাগরিকদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে এবং ওই এলাকা থেকে রকেট হামলা চালাচ্ছে।
বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে বলা হয়, ২০২৪ সালের মে মাস থেকে গাজার ‘মানবিক অঞ্চলে’ ইসরায়েলের হামলা বেড়েছে। আর চলতি মাসে এরই মধ্যে সেখানে ২২ টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।
ইসরায়েলের সামরিক কর্মকর্তারা গতবছর ৬ মে থেকে ওই অঞ্চলে কেবল ২৮ টি হামলা চালানোর কথা প্রকাশ্যে স্বীকার করেছে।
বিবিসি ভেরিফাই হামলার স্থানগুলোর নথি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে দিলেও তারা এসব হামলায় জড়িত থাকার কথা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। ফলে ৯৭ টি হামলাই আইডিএফ এর বলে নিশ্চিত করতে পারেনি বিবিসি ভেরিফাই।
ইসরায়েল ঐতিহাসিকভাবেই গাজায় চালানো প্রতিটি হামলার কথা প্রকাশ্যে কখনও স্বীকার করেনি।
গাজায় নরওয়ের শরণার্থী কাউন্সিলের (এনআরসি) ব্যবস্থাপনা কর্মকর্তা গ্যাভিন বিবিসি-কে বলেন, ইসরায়েল গাজার মানবিক অঞ্চলে প্রায় প্রতিদিন হামলা চালিয়েছে বিশেষত নৌবাহিনী জাহাজ এবং ড্রোন থেকে।
তিনি আরও বলেন, ইসরায়েল নিজে থেকেই এলাকাটিকে ‘মানবিক অঞ্চল’ নামকরণ করলেও সেখানে নিয়মিতই ভারি গোলা হামলা চালিয়েছে।
অঞ্চলটির এক অধিবাসীও বিবিসি-কে জানান, সেখানকার বাসিন্দারা প্রতিদিনই বোমা হামলার শিকার হচ্ছে। এসব হামলায় ঘন ঘনই মানুষ হতাহত হচ্ছে।