নাইজেরিয়ার ‘মধ্য বলয়’ নামে পরিচিত অঞ্চলটির বিভিন্ন সংঘাতের অন্যতম মূল কারণ জলবায়ু পরিবর্তন ও কৃষির সম্প্রসারণ।
Published : 26 Dec 2023, 11:58 AM
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় রাজ্য প্লাটোতে পর পর কয়েকটি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে।
সোমবার প্লাটোর স্থানীয় এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে প্রায়ই পশুপালক ও স্থানীয় কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবারের ঘটনাটি ঘটেছে প্লাটোর মুশু গ্রামে।
চলতি বছরের মে মাসে এখানে কৃষকদের সঙ্গে পশুপালকদের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছিল। তারপর থেকে এবারের ঘটনাটিই সবচেয়ে প্রাণঘাতী।
প্লাটো রাজ্যের স্থানীয় সরকারের এলাকা বোক্কোসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাসাহ জানান, শনিবার ও রোববার বেশ কয়েকটি হামলার ঘটনায় ১১৩ জন নিহত হয়েছে।
তিনি বলেন, “আক্রমণগুলো সুপরিকল্পিত ছিল। দস্যুরা প্রায় ২০টির মতো সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে। আমরা এসব সম্প্রদায়ের ১১৩টি মৃতদেহ খুঁজে পেয়েছি। পাশাপাশি তিন শতাধিক আহতকে উদ্ধার করেছি।”
এ হামলাগুলোর জন্য কারা দায়ী তা নিয়ে কিছু বলেননি তিনি। শুধু জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইজেরিয়ার ‘মধ্য বলয়’ নামে পরিচিত অঞ্চলটির অন্যতম রাজ্য প্লাটো। অঞ্চলটিতে বেশ কয়েকটি নৃগোষ্ঠীর বসবাস। তারা বিভিন্ন ধর্মের অনুসারি। এখানে গত কয়েক বছর ধরে চলা জাতিগত ও সাম্প্রদায়িক হানাহানিতে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।
এই সংঘর্ষের ঘটনাগুলোকে অনেক সময়ই মুসলিম পশুপালক ও প্রধানত খ্রিস্টান কৃষদের মধ্যে সংঘটিত জাতিগত-ধর্মীয় সংঘাত বলে চিত্রিত করা হয়। কিন্তু জলবায়ু পরিবর্তন ও কৃষির সম্প্রসারণ এসব সংঘাতের অন্যতম মূল কারণ।