অস্ট্রেলিয়ায় সিডনির ওয়াকলি শহরতলীতে ‘খ্রিষ্ট দ্য গুড শেফার্ড চার্চ’-এ প্রার্থনা চলাকালে সোমবার সন্ধ্যায় এ হামলা হয়।
Published : 15 Apr 2024, 08:57 PM
তিনদিনে দুইবার হামলা হল অস্ট্রেলিয়ার সিডনিতে। গত শনিবার শপিং মলে ছুরি হামলা হয়েছিল। এবার ছুরি হামলা হল গির্জায়। এতে গির্জার বিশপসহ কয়েক জন আহত হয়েছে।
বিবিসি জানায়, সোমবার সন্ধ্যায় সিডনির ওয়াকলি শহরতলীতে ‘খ্রিষ্ট দ্য গুড শেফার্ড চার্চ’-এ প্রার্থনা চলাকালে এ হামলা হয়। স্বাভাবিক সময়ের মতোই বিশপ মার মারি ইমানুয়েল প্রার্থনা পরিচালনা করছিলেন।
আচমকাই কালো পোশাক পরা এক ব্যক্তি ছুরি নিয়ে গির্জায় ঢুকে বিশপের মুখে ছুরিকাঘাত করেন। বিশপ মাটিতে পড়ে গেলে তার বুকে আরও কয়েকবার ছুরিকাঘাত করেন হামলাকারী।
ওই ব্যক্তি কয়েকঘন্টা গির্জার ভেতরে ছিলেন। পুলিশ বলছে, বেশ কিছু সংখ্যক মানুষ ছুরিকাহত হয়েছে। তবে তাদের জখম প্রাণহানিকর নয়।
ছুরি হামলার এই ঘটনা অনলাইনে লাইভ দেখা গেছে গির্জার ফেইসবুক একাউন্টে। নিউ সাউথ ওয়েলসের পুলিশ প্রথমে দুইজনের ওপর হামলা হওয়ার কথা জানালেও পরে জানা যায় চারজন হামলার শিকার হয়েছে।
গির্জা এক বিবৃতিতে বলেছে, পুরোহিত ফাদার ইসাকও আহত হয়েছেন। বিশপ এবং পুরোহিত দুইজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে।
হামলার ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। কেন এ হামলা তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ।
এর আগে গত শনিবারেই সিডনির বন্ডাইয়ে একটি শপিং মলে একই রকম হামলায় ৬ জন নিহত হন এবং হামলাকারী পুলিশের গুলিতে মারা যান। সেই হামলা আর সোমবারের গির্জায় হামলা ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা তা জানা যায়নি।