নগরজুড়ে হ্যালোউইন উদযাপন নিষিদ্ধ করা না হলেও প্রসাশন কিছু ক্ষেত্রে নিয়মের বেড়া জাল বেঁধে দিয়েছে।
Published : 28 Oct 2024, 04:47 PM
চীনের সবচেয়ে উন্মুক্ত শহর সাংহাইতে হ্যালোউইন উদযাপনে উচ্ছৃঙ্খলতা ঠেকাতে নগরীর কেন্দ্রীয় সড়কগুলোতে শনি ও রোববার পুলিশ টহল দিয়েছে।
গত বছর হ্যালোউইন উৎসবের সময় হুল্লোড়বাজ উদযাপনকারীরা সাংহাইয়ের কেন্দ্রস্থলে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এবার নগরীর কর্তৃপক্ষ একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে চেষ্টা করছে, এমন ধারণা পাওয়া যাচ্ছে বলে রয়টার্স জানিয়েছে।
গত বছর কিছু মানুষ হ্যালোউইন পোশাকের আড়ালে চীনের স্টক এক্সচেঞ্জ, বেকার সমস্যা ও কঠোর কোভিড-১৯ নীতি নিয়ে ব্যঙ্গাত্মক উদযাপনে নেমেছিল।
তবে এবারের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পুলিশের উপস্থিতি, অনলাইনে দেওয়া সতর্কবার্তা ও অবিরাম বৃষ্টির কারণে উদযাপনে হুল্লোড় অনেকটা সীমিত ছিল।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, শুক্রবার রাতে হ্যালোউইনের পোশাক পরা অন্তত ছয়জন নগরীর ঝোংশান পার্কে ঢুকে পড়ার পর পুলিশ তাদের আটক করে।
নগরজুড়ে হ্যালোউইন উদযাপন নিষিদ্ধ করা না হলেও প্রসাশন কিছু ক্ষেত্রে নিয়মের বেড়া জাল বেঁধে দিয়েছে।
সাপ্তাহিক ছুটি শুরু হওয়ার আগে স্থানীয় জেলা কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠিয়ে পারিবারিকভাবে উৎসব পালনের বিষয়টি উৎসাহিত করেন। নির্দেশনায় প্রাপ্তবয়স্কদের বিভিন্ন পোশাক পরানোর বিষয়গুলো নিরুৎসাহিত করা হয়।
জিং আন জেলার একটি বার এবং রেস্তোঁরা মালিককে স্থানীয় জেলা কর্তৃপক্ষের জারি করা একটি চুক্তি পত্রে স্বাক্ষর করানো হয়। সেখানে উল্লেখ ছিল, সামাজিক এবং পারিবারিক শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালন করতে হবে এবং হ্যালোউইনের জন্য কোনো ধরনের পোশাক প্রতিযোগিতার আয়োজন করা যাবেনা।
এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে জিং আন জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
শুক্রবার রাতে জিং আন জেলায় কঙ্কালের পোশাক পরে পার্টিতে আসা এক ব্যক্তিকে পুলিশ আটক করে প্রশাসনিক ভবনে নিয়ে যায়। তিনি জানান, পুলিশ তার মেকআপ মুছে ফেলতে বলে। ব্যক্তিগত গোপনীয়তার কারণে তিনি নিজের পরিচয় প্রকাশ করেননি।
সাংহাইয়ের সাধারণ জনগণের হ্যালোউইন উদযাপনে প্রশাসনিক হস্তক্ষেপের খবরে শনিবারের মধ্যে ওয়েইবোসহ চীনা সামাজিক মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার প্রধান বিষয় হয়ে ওঠে।
এক ব্যবহারকারী সামাজিক মাধ্যমে করা পোস্টে লিখেছেন, “তুলনামূলকভাবে উন্মুক্ত সাংহাইয়েও, স্বাধীনতার পরিসর ক্রমাগত সঙ্কুচিত করা হচ্ছে।”