বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
Published : 01 Mar 2025, 10:22 AM
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মাদ্রাসায় জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন।
মাদ্রাসাটি আফগান তালেবানদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত।
প্রাদেশিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী সাইফ বলেছেন, নিহতদের মধ্যে ওই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানও রয়েছেন।
নিহত মওলানা হামিদ-উল-হক ‘তালেবানের পিতা’ হিসেবে বিবেচিত প্রয়াত মওলানা সামি-উল-হকের ছেলে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
হামিদ-উল-হকের ভাই মাওলানা আবদুল হক রয়টার্সকে বলেন, বিস্ফোরকভর্তি সুইসাইড ভেস্ট পরা হামলাকারী দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা প্রাঙ্গণের মসজিদ থেকে বের হওয়ার সময় হামিদের দিকে হেঁটে যায়।
“মাওলানা হামিদ-উল-হক... এতে ঘটনাস্থলেই নিহত ও প্রায় দুই ডজন মানুষ আহত হন।”
আঞ্চলিক পুলিশ কর্মকর্তা নাজিবুর রহমান এর আগে জানিয়েছিলেন, বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বোমা হামলার নিন্দা জানিয়েছেন এবং হামিদুল হকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।
রয়টার্স লিখেছে, আফগান সীমান্তের দিকে যাওয়ার প্রধান সড়কের কাছের একটি শহরে অবস্থিত দারুল উলুম হাক্কানিয়া বিশ্ববিদ্যালয় ১৯৯০-এর দশকে তালেবান আন্দোলনের মূল কেন্দ্র ছিল। এটিকে এখনও উগ্র ইসলামপন্থিদের জন্য চারণভূমি হিসেবে বর্ণনা করা হয়।
পাকিস্তানকে দুই বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, একটি ইসলামপন্থিদের, অন্য বিদ্রোহটি জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের।