কন্যা পেতংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার একদিন পর এ ক্ষমা পেলেন থাকসিন সিনাওয়াত্রা।
Published : 17 Aug 2024, 10:38 PM
থাইল্যান্ডের ধনকুবের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা রাজকীয় ক্ষমা পেয়েছেন। দেশটির পার্লামেন্ট তার কন্যাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার একদিন পর এ ক্ষমা পেলেন তিনি।
এতে তার প্যারল দুই সপ্তাহ কমেছে আর তাতে তিনি রোববার সাজা মুক্ত হবেন বলে শনিবার তার আইনজীবী জানিয়েছেন।
থাকসিন ২০০১ সালে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে সামরিক বাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। তারপর থেকে প্রায় দুই দশক ধরে সিনাওয়াত্রা পরিবার ও তাদের মিত্রদের সঙ্গে রাজানুগত, সামরিক বাহিনীর জেনারেল ও পুরনো ধনী পরিবারগুলোর এক চক্রের ক্ষমতার দ্বন্দ্ব চলছিল। থাকসিন ছিলেন এই ক্ষমতার দ্বন্দ্বের কেন্দ্রে।
রাজানুগত, সামরিক বাহিনীর জেনারেল ও পুরনো ধনী পরিবারগুলোর চক্রটি দীর্ঘ দিন ধরে থাইল্যান্ডের সরকার ও প্রতিষ্ঠানগুলোর ওপর প্রভাব বিস্তার করে রেখেছে।
ক্ষমতা হারানোর দুই বছর পর কারাগারে যাওয়া এড়াতে থাকসিন নির্বাসনে চলে গিয়েছিলেন। গত বছরের অগাস্টে নাটকীয়ভাবে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে হাজির করে পুলিশ। আদালত ক্ষমতার অপব্যবহার ও অন্যান্য অভিযোগে তাকে আট বছরের কারাদণ্ড দেয়।
কারাগারে প্রথমদিনই অসুস্থ হয়ে পড়লে তাকে ব্যাংককের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যগত কারণে এই হাসপাতালে ছয় মাস আটক ছিলেন তিনি। তারপর চলতি বছরের ফেব্রুয়ারিতে প্যারলে মুক্তি পান তিনি।
গত সেপ্টেম্বরেই তার সাজার মেয়াদ কমিয়ে এক বছর করেছিলেন রাজা মহা ভাজিরালংকর্ন। গত মাসে রাজার জন্মদিন উপলক্ষ্যে যে বন্দিদের রাজকীয় ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে থাকসিনও আছেন বলে রয়টার্সকে জানিয়েছেন তার আইনজীবী।
ফেব্রুয়ারিতে মঞ্জুর করা প্যারল অনুযায়ী থাকসিনের সাজার মেয়াদ চলতি মাস শেষ হওয়ার সঙ্গে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু রাজকীয় ক্ষমা পাওয়ায় রোববারই তার সাজার মেয়াদ শেষ হতে যাচ্ছে।
২০০১ সালে নির্বাচনে জয়ী হয়ে থাইল্যান্ডের ক্ষমতায় এসেছিলেন থাকসিন। দেশটির অভিজাত শাসকদের অবহেলার শিকার গ্রামীণ ভোটারদের মধ্যে আবেদন তৈরি করে জনপ্রিয় হয়ে উঠেন তিনি। পাঁচ বছর পর নির্বাচনের আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হন তিনি কিন্তু ২০০৬ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় দেশে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নিলে পদ হারান তিনি।
শুক্রবার পার্লামেন্টের ভোটাভুটিতে আইনপ্রণেতারা থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রাকে (৩৭) দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। পেতংতার্ন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং তার ফুফু ইংলাক সিনাওয়াত্রার (২০১১-২০১৪) পর তিনি দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন থাকসিনের মেয়ে পেতং