কর্মব্যস্ত জীবনে বরিশালে অনেক নারী এখন মোটরসাইকেলে চালিয়ে গন্তব্যে যাচ্ছেন। মেয়েদের বাইক চালানো শেখাতে গড়ে উঠেছে প্রশিক্ষণ কেন্দ্রও। বরিশাল ড্রিম রাইডার্স ট্রেনিং সেন্টার থেকেই অন্তত ৮০০ মেয়ে দুই চাকার এই যান চালানোর হাতেখড়ি নিয়েছেন।
Published : 08 Mar 2024, 09:37 PM