বাস্তিল দিবস এবং আমাদের দুর্নীতির ‘মাইক্রো দুর্গ’
আমাদের দেশীয় ‘বাস্তিল’ দুর্গ যেহেতু ‘মাইক্রো’ এবং ক্ষেত্রবিশেষে অদৃশ্য তাই সাধারণ মানুষের সামনে নির্দিষ্ট কোনো বাস্তিল দুর্গ অভিমুখে যাত্রা করার সুযোগ নেই। তাই তারা দুধের সাধ ঘোলে মিটায় আর সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেইসবুক, ইউটিউব আর টিকটকে ঝাল মিটায়।