মার্কিন-ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য
ইসরায়েলের একার নয়, গাজায় গণহত্যার দায় যুক্তরাষ্ট্রেরও। ইসরায়েলি দখলদারি মতাদর্শ জায়নবাদও একা ইসরায়েলের নয়, এটি একটি ইউরোপিয়ান প্রোডাক্ট। ফিলিস্তিন তাই কেবল মধ্যপ্রাচ্যের একটি অধিকৃত, লুণ্ঠিত ও রক্তাক্ত ভূখণ্ড মাত্র নয়— ফিলিস্তিন বৈশ্বিক মানবতা ও ঐক্যের আরেক নাম।