বিতর্কে জাতীয় সংগীত– ‘আমি নয়ন জলে ভাসি’
যে গানটি গাইতে গাইতে দেশের বাইরের বাংলাদেশিরা কেঁদে বুক ভাসায়, স্টেডিয়াম থেকে যে কোন অনুষ্ঠানে যে গানটি তাদের বল জোগায় সে গানটি বদল করার হীন চেষ্টা কোন ব্যক্তির চাওয়া নয়। এর পেছনে একটি অপশক্তি কাজ করছে, যা অন্তর্বর্তী সরকার বা রাষ্ট্রের শক্তিকে দুর্বল করতে চায়।