মার্ভেল সুপারহিরোদের নিয়ে তৈরি নতুন গেইমগুলো কনসোল এবং পিসি উভয় প্ল্যাটফর্মে খেলা যাবে বলে জানিয়েছে ইএ।
Published : 01 Nov 2022, 05:18 PM
মার্ভেল ইউনিভার্সের সুপারহিরোদের নিয়ে নতুন তিনটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেইম বানানোর ঘোষণা দিয়েছে ভিডিও গেইম নির্মাতা ইলেকট্রনিক আর্টস (ইএ)।
ইএ নতুন গেইমগুলো নির্মাণ চুক্তির ঘোষণা দিয়েছে সোমবার। তিন গেইমের মধ্যে প্রথমটির মূল চরিত্রে থাকবে কল্পজগতের শতকোটিপতি উদ্ভাবক টনি স্টার্ক। মার্ভেল ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত টনি স্টার্ক তথা আয়রন ম্যান।
নতুন গেইমগুলো কনসোল এবং পিসি উভয় প্ল্যাটফর্মে খেলা যাবে বলে জানিয়েছে ইএ। এ চুক্তির মাধ্যমে ইএ মূল ধারার বিনোদন জগতের সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজগুলোর একটির সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পেল বলে মন্তব্য করেছে রয়টার্স।
এর আগেও মার্ভেলের মালিক কোম্পানি ‘ওয়াল্ট ডিজনির’ সঙ্গে জোট বেঁধে গেইম বানিয়েছে ইএ। এর আগের গেইমগুলোর পটভূমি গড়ে উঠেছিল ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজকে ঘিরে। ওই গেইমগুলো একইসঙ্গে মোবাইল ডিভাইস, পিসি এবং কনসোলের জন্য বানিয়েছিল ইএ।
গেইমিংয়ের জগতে সবচেয়ে পরিচিতি এবং প্রভাবশালী নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি ক্যাফিফোর্নিয়ার রেডউডভিত্তিক ইলেকট্রনিক আর্টস। এবার বিনোদন জগতের জনপ্রিয় সুপারহিরোদের নিয়ে গেইম নির্মাতাদের তালিকাতেও নাম লেখালো কোম্পানিটি।
এর আগে মার্ভেল ইউনিভার্সের সুপারহিরো স্পাইডারম্যানকে নিয়ে গেইম বানিয়েছে প্রথমসারির আরেক নির্মাতা অ্যাকটিভিশন ব্লিজার্ড। অন্যদিকে, ডিসি’র ব্যাটম্যান নিয়ে গেইম বানিয়েছে ‘ওয়ার্নার ব্রোস ইন্টার্যাকটিভ এন্টারটেইনমেন্ট’।
রয়টার্স জানিয়েছে, মহামারীর লকডাউন চলাকালীন ভিডিও গেইমের চাহিদা বাড়লেও, মহামারীর প্রকোপ কমে আসায় বাজারে ভিডিও গেইমের চাহিদা আগের চেয়ে কমেছে।
পড়তি চাহিদার কারণে সর্বশেষ প্রান্তিকে আয়ের প্রত্যাশাও কমিয়ে এনেছিল ইএ। এ পরিস্থিতিতেই নতুন মার্ভেল গেইম নির্মাণের ঘোষণা দিল কোম্পানিটি।