গুগলের বিজ্ঞাপনের মূল্য বৃদ্ধি অনৈতিক: অভিযোগ

বিজ্ঞাপনদাতাকে ‘স্বচ্ছতা দিতে না পারার’ অভিযোগে এর আগেও গুগলের বিজ্ঞাপনী ব্যবসা সমালোচনার মুখে পড়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2023, 08:42 AM
Updated : 5 Oct 2023, 08:42 AM

গুগলের নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক উপায়ে বিজ্ঞাপনের দাম বৃদ্ধির অভিযোগ তুলেছেন মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা।

বুধবার ওয়াশিংটনে এক অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে গুগল কর্মকর্তা অ্যাডাম জুডা বলেন, বিজ্ঞাপনের মান যাচাইয়ের জন্য তারা একটি পদ্ধতি ব্যবহার করে থাকেন। আর ওয়েবসাইটে বিজ্ঞাপনের অবস্থান নির্ধারিত হয় নিলামের মাধ্যমে।

এমন মামলা এক জেনারেশনে একবারই হয় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

বিচার বিভাগের অ্যাটর্নি ডেভিড ডালকুইস্ট জুডাকে জিজ্ঞেস করেন, তারা বিজ্ঞাপন বিক্রির প্রক্রিয়ায় এমন পরিবর্তন এনেছেন কি না, যেখানে গ্রাহকের প্রতি ক্লিকের হিসাবে বিজ্ঞাপনদাতাকে দাম বাড়াতে হয়েছে।

এর জবাবে জুডা বলেন, “এমনটা হতে পারে।”

অন্যদিকে, গুগলের আইনজীবি ওয়েন্ডি ওয়াসজমার জুডাকে যখন জিজ্ঞেস করেন যে কোম্পানির বিজ্ঞাপনী মান যাচাই দল ‘একতরফাভাবে’ দাম বাড়িয়েছে কি না, তখন ‘না-সূচক’ জবাব দেন জুডা।

বিজ্ঞাপনদাতাকে ‘স্বচ্ছতা দিতে না পারার’ অভিযোগে এর আগেও গুগলের বিজ্ঞাপনী ব্যবসা সমালোচনার মুখে পড়েছে।