২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের মাঝামাঝি সময়ে এর কার্যক্রম শেষ হওয়ার পর এটি বার্ষিক ১০ হাজার মেগাপ্যাক পর্যন্ত উৎপাদন করতে পারবে।
Published : 10 Apr 2023, 07:47 PM
চীনের সাংহাইয়ে নতুন এক ব্যাটারি কারখানা তৈরি করবে ইলন মাস্কের গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা।
রোববার এই বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি ঘোষণা দেয়, তারা নতুন এই ‘মেগাপ্যাক’ কারখানার নির্মাণকাজ শুরু করবে এই বছরের শেষ নাগাদ। আর ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের মাঝামাঝি সময়ে এর কার্যক্রম শেষ হওয়ার পর এটি বার্ষিক ১০ হাজার মেগাপ্যাক পর্যন্ত বৈদ্যুতিক শক্তি উৎপাদনে সক্ষম হবে।
এর ‘কন্টেইনার আকৃতির’ প্রতিটি ব্যাটারি প্রায় তিন হাজার ছয়শ বাড়িতে এক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
এদিকে, চীনে নিজেদের তৈরি মেগাপ্যাক গোটা বিশ্বে বিক্রির পরিকল্পনার কথা মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গকে জানিয়েছে টেসলা। কোম্পানি এরইমধ্যে টেক্সাস ও দক্ষিণ অস্ট্রেলিয়া’সহ বিশ্বের বিভিন্ন জায়গায় মেগাপ্যাক কারখানা স্থাপন করেছে।
রোববারের ঘোষণায় টেসলার চীনের ওপর নির্ভরতা বাড়ানোর বিষয়টি লক্ষ্য করা গেছে, তাও এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র বিভিন্ন আর্থিক নীতিমালা ব্যবহার করে অটোমেকার ও উৎপাদকদের স্থানীয়ভাবে তুলনামূলক বেশি পণ্য উৎপাদনে চাপ দিচ্ছে।
গত মাসের শেষে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিজেদের নির্দেশিকা আপডেট করেছে, যেখানে ব্যাখ্যা করা হয় কোন বৈদ্যুতিক গাড়িগুলো দেশটির মুদ্রাস্ফীতি হ্রাস আইনের অধীনে সাড়ে সাত হাজার ডলারের ‘ইভি ট্যাক্স ক্রেডিট’ পেতে পারে।
Tesla opening Megapack factory in Shanghai to supplement output of Megapack factory in California https://t.co/hDpqoyNeOx
— Elon Musk (@elonmusk) April 9, 2023
এই আপডেট করা নীতিমালায় ট্রেজারি বিভাগ উল্লেখ করেছে, বিভিন্ন কোম্পানিকে অবশ্যই নিজেদের গাড়ির ব্যাটারির কাঁচামাল যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করতে হবে। আর এই প্রণোদনা পাওয়ার যোগ্যতা অর্জনের উদ্দেশ্যে অন্যান্য অনুমোদিত ব্যবসায়িক অংশীদারকেও উৎসাহ দিতে হবে।
আলাদাভাবে, সম্প্রতি বাইডেন প্রশাসন বলেছে, ‘চিপস অ্যাক্ট’ নামের তহবিল পেতে প্রাপকদের এমন এক চুক্তিতে স্বাক্ষর করতে হবে, যেখানে তাদের প্রতিশ্রুতি দিতে হবে যে তারা চীনে নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াবে না।