“আমি যে কোনো সময়ে, যে কোনো জায়গায়, যে কোনো নিয়মে এ লড়াই করতে চাই। আমি তাকে ডুয়েল লড়ার জন্য চ্যালেঞ্জ করছি।”
Published : 03 Nov 2023, 03:42 PM
মেটা প্রধান মার্ক জাকারবার্গের সঙ্গে ‘লড়াইয়ের’ বিতর্কে নতুন করে আগুনে ঘি ঢেলেছেন সামাজিক মাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক।
মাস্কের মতে, এ লড়াই ‘যে কোনো পরিস্থিতিতেই ঘটতে পারে’।
বছরের শুরু থেকেই নিজ নিজ সামাজিক মাধ্যমে ‘লোহার খাঁচায় লড়াই’ নিয়ে একে অপরকে খোঁচা দিতে দেখা গেছে এই দুই প্রযুক্তি টাইকুনকে।
সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট শো ‘জো রোগান এক্সপিরিয়েন্স’-এ ৩৯ বছর বয়সী জাকারবার্গকে নতুন করে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ৫২ বছর বয়সী মাস্ক।
“আমার প্রস্তুতি নিতে সময় লাগবে না।” --রোগানকে বলেন মাস্ক।
“এতে আমার হার্টও বড় বাধা হয়ে দাঁড়াবে না।”
“আমি যে কোনো সময়ে, যে কোনো জায়গায়, যে কোনো নিয়মে এ লড়াই করতে চাই। আমি তাকে ডুয়েল লড়ার জন্য চ্যালেঞ্জ করছি। হোক সেটা ভোরবেলা পিস্তলের লড়াই, বা বিকেলের ‘নার্ফ’ (খেলনা বন্দুক) যুদ্ধ।”
“তবে, সেখানে ওজনের শ্রেণিভেদ রাখার যথার্থ কারণ রয়েছে।” --নিজের জুজিৎসু অভিজ্ঞতা ও জাকারবার্গের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ওজনে এগিয়ে থাকার বিষয়ে বলেন মাস্ক।
“আমার এক বান্ধবী আছে যে খুব ভালো লড়াই জানে। তবে, ওর ওজন আমার অর্ধেক। আমি ওকে বলেছিলাম, – এসো তোমাকে দেখাই ফাইটে কেন বিভিন্ন ওজনভিত্তিক শ্রেণি রাখা হয়।”
জুজিৎসু’তে ওজনের ভূমিকা নিয়ে মাস্কের ধারণাকে অবশ্য ক্রমাগত চ্যালেঞ্জ করেছেন রোগান। কারণ, মার্কিন এই প্রযুক্তি টাইকুন একে এমএমএ লড়াইয়ের সঙ্গে মিলিয়ে ফেলেছিলেন।
“আমি সম্ভবত এটা অভিমান থেকে বলেছি।” --বলেন মাস্ক।
এদিকে, ইউএফসি’র ফেদারওয়েট চ্যাম্পিয়ন অ্যালেক্সান্ডার ভলকানভস্কি ও সাবেক মিডলওয়েট চ্যাম্পিয়ন ইসরায়েল আডেসানিয়ার সঙ্গে একাধিকবার প্রশিক্ষণ নিতে দেখা গেছে জাকারবার্গকে। অন্যদিকে, ওয়েলটারওয়েট কিংবদন্তি জর্জেস সেন্ট-পিয়েরে’র সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন মাস্ক।