“শীঘ্রই জাক হুমকি দেবে, সে যেকোনো সময় লড়াই করতে প্রস্তুত। এ ছাড়া, ইউএফসি’সহ অনেক অপ্রাসঙ্গিক কথাই বলবে সে।”
Published : 15 Aug 2023, 05:12 PM
মেটা প্রধান মার্ক জাকারবার্গ ও সামাজিক মাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্কের সম্ভাব্য ‘লোহার খাঁচায় লড়াই’ নিয়ে কম জলঘোলা হয়নি। এবার ওই কথার লড়াইকে আরও এগিয়ে নিলেন এক্স প্রধান।
মাস্ক বলেন, ফেইসবুক সিইও’র সঙ্গে লড়াই করার উদ্দেশ্যে তিনি টেসলা গাড়ি চালিয়ে জাকারবার্গের বাড়িতে যাবেন।
এর পরপরই জাকারবার্গ জবাবে বলেন, তিনি শহরের বাইরে আছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এই সম্ভাব্য লড়াই নিয়ে নিজের সর্বশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন মাস্ক। এর আগে অবশ্য জাকারবার্গ দাবি করেছেন, তার প্রতিপক্ষ এই লড়াই নিয়ে তেমন সিরিয়াস নন।
“ঠক, ঠক…চ্যালেঞ্জ গ্রহণ করা হল…দরজা খোল ‘@finkd’ (জাকারবার্গের এক্স অ্যাকাউন্টের নাম)।” --সোমবার টুইট করেন মাস্ক।
এরপর তিনি যোগ করেন- “টেসলা এফএসডি পরীক্ষা করার জন্য আমি গাড়িটিকে নির্দেশ দেব @finkd-’র বাড়িতে যাওয়ার জন্য।”
“এর মাধ্যমে আমি এক্স-এর লাইভস্ট্রিম ভিডিও সুবিধারও পরীক্ষা চালাব যাতে আপনারা আমাদের এই অভিযান রিয়েলটাইমে দেখতে পারবেন। ভাগ্য যদি আমাদের পক্ষে থাকে ও জাক সত্যিই যদি দরজা খোলে, তবে লড়াই হবে!”
পরবর্তীতে আরও কয়েকটি পোস্টে জাকারবার্গের ‘লড়াই থেকে সরে আসা নিয়েও’ খোঁচা দিয়েছেন মাস্ক।
“শীঘ্রই জাক হুমকি দেবে, সে যেকোনো সময় লড়াই করতে প্রস্তুত। এ ছাড়া, ইউএফসি’সহ অনেক অপ্রাসঙ্গিক কথাই বলবে সে।” --লেখেন তিনি।
তবে জাকারবার্গের এক মুখপাত্র বলেন, মাস্কের ওই যাত্রা ভিত্তিহীন কারণ মেটা প্রধান বাড়িতেই নেই।
“মার্ক এখন বাইরে আছেন। আর তিনি পালো আল্টোতে নেই। মার্ক এই খেলা নিয়ে অনেক সিরিয়াস। তবে, হঠাৎ করে কেউ তার বাড়িতে এলেই তিনি লড়াই করবেন, বিষয়টি এমন নয়।” --ভার্জকে বলেন ওই মুখপাত্র।
রোববার রাতে জাকারবার্গ ঘোষণা দেন, তিনি এই লড়াই থেকে সরে আসছেন কারণ মাস্ক লড়াই নিয়ে সিরিয়াস নন।
“আমি মনে করি, ইলন এটা নিয়ে সিরিয়াস নয়। তাই আমাদের এগিয়ে যাওয়াই উচিৎ।” --লেখেন জাকারবার্গ।
“আমি সত্যিকারের তারিখ প্রস্তাব করেছি। ডেনা হোয়াইট একে তহবিলের জন্য সত্যিকারের লড়াই হিসেবে আনার প্রস্তাব করেছেন। তবে ইলন কোনো তারিখ নিশ্চিত করেনি। পরবর্তীতে সে সার্জারির অজুহাতও দেখায়। আর এখন আমার বাড়ির উঠানে লড়াইয়ের অনুশীলন পর্ব করার কথা বলছে সে।”
“ইলন যদি সত্যিকারের তারিখ এবং আনুষ্ঠানিক লড়াই নিয়ে সিরিয়াস হয়, তাহলে সে জানে কিভাবে আমার কাছে পৌঁছাতে হবে। আর না হলে ‘ইটস টাইম টু মুভ অন’। যারা খেলাকে সিরিয়াসলি নেয়, আমি এখন তাদের সঙ্গে লড়াইয়ে মনোযোগ দিতে চাই।”