২ কোটির বেশি কপি বিক্রি হয়েছে এলডেন রিং

ভিডিও গেইম নির্মাতা কোম্পানি ‘ফ্রমসফটওয়্যার’-এর সবচেয়ে সফল গেইমের কৃতিত্ব অর্জনের এক বছর পর এই মাইলফলক এলো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 09:18 AM
Updated : 14 May 2023, 09:18 AM

জনপ্রিয় গেইম ‘এলডেন রিংয়ের’ আত্মপ্রকাশ ঘটে এক বছরের কিছু সময় আগে। তবে, এরইমধ্যে দুই কোটি গেইম কপি বিক্রির মাইলফলক অতিক্রম করেছে রোল প্লেইং গেইমটি।

“এল্ডেন রিংয়ের মতো বিদ্যমান গেইম টাইটেলের বিক্রি ভালো ছিল। বিশেষ করে বিদেশে। আর বৈশ্বিকভাবে ২ কোটি ৫ লাখ কপি বিক্রির মাইলফলক ছুঁয়েছে এটি।” – এক বিনিয়োগ প্রতিবেদনে লিখেছে গেইমের প্রকাশক ‘বানডাই নামকো’। এটি চিহ্নিত করেছেন অনলাইন গেইমিং ফোরাম ‘রিসেটএরা’র এক ব্যবহারকারী।

গেইমের প্রকাশক আরও যোগ করেছে, গেইমটি পুনরায় বিক্রির বেলায় কিছুটা ‘পিছুটান’ দেখা যেতে পারে। তবে, এল্ডেন রিং গেইমের আরও কয়েক মিলিয়ন কপি বিক্রি হতে পারে এবং ‘গডস অফ ওয়ার (২০১৮)’ ও ‘গ্র্যান্ড থেফট অটো ৫’-এর মতো সর্বকালের সর্বাধিক বিক্রি হওয়া গেইমগুলোর তালিকায় এর নাম যুক্ত হবে বলে অনুমান প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

ভিডিও গেইম নির্মাতা কোম্পানি ‘ফ্রমসফটওয়্যার’-এর সবচেয়ে সফল গেইমের কৃতিত্ব অর্জনের এক বছর পর এই মাইলফলক এলো। সে সময় মাত্র ১৮ দিনেই এই অ্যাকশন আরপিজি (রোল প্লেইং গেইম) গেইমের এক কোটি ২০ লাখের বেশি কপি বিক্রি করেছিল বানডাই নামকো।

পাঁচ দিনে ৪০ লাখ কপি বিক্রির লক্ষ্যমাত্রার হিসাবে এই অর্জনকে বেশ ভালোই বলা যায়।

এই গেইমের সাফল্য ফ্রমসফটওয়্যার-এর পরবর্তী গেইম ‘আর্মরড কোর ৬’-এর বেলাতেও সহায়ক হবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট। আসন্ন অগাস্টে গেইমটি প্রকাশ পেলে প্রায় এক দশকে ‘আর্মরড কোর’ গেইম সিরিজের প্রথম কোনো গেইম হবে এটি।